যৌনতার বাগিচায় যদি নতুন কিছুর শুরু না হয়, তাহলেই সর্বনাশ। মহিলাদের
পাশাপাশি পুরুষদেরও বেশ কিছু যৌন সমস্যা হতে পারে। বিশেষকরে পুরুষদের
অনুন্নত মানের স্পার্মের জন্য যৌন অক্ষমতা দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য
সংস্থার তথ্যমতে, প্রতি মিলিলিটার শুক্রাণুতে ২০ মিলিয়নের কম স্পার্ম
থাকলে যেকোনো পুরুষ অনুর্বর হতে পারেন। বাজে খাদ্যাভ্যাস, ধূমপান,
অ্যালকোহল, অনিয়ন্ত্রিত জীবন, ব্যায়ামে অনীহা প্রভৃতি কারণে দিন দিন
অনুর্বরতা বাড়ছে। এক্ষেত্রে বিশেষ সহায়ক রসুন। কেননা সুস্থ বীর্য তৈরিতে
রসুনের জুড়ি মেলা ভার। যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভাল ফল দিয়ে থাকে।
রসুন কে ‘গরীবের পেনিসিলিন’ বলা হয়।
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
যৌনতা বৃদ্ধির বাগিচায় রসুনের কামাল !
মোটা পুরুষরাও যৌনতায় পারদর্শী
মোটা পুরুষদের আর লজ্জার কোন কারণ নেই৷ কারণ নতুন এক গবেষণায় দেখা
গেছে, যে পুরুষদের বড় ভুড়ি রয়েছে তারা নাকি যৌনতায় বেশি পারদর্শী হন৷
তুরস্কের ইউনিভার্সিটি অফ কাসিরির এক দল গবেষক জানিয়েছেন এই তথ্য৷
গবেষকেরা জানিয়েছেন, যাদের ভুড়ি বড় তাদের দেহে চর্বি বেশি থাকে৷ আর যাদের দেহে চর্বি বেশি তাদের দেহে অ্যাস্ট্রাডেওল বেশি থাকে৷ এটি পুরুষদের সেক্স হরমোনের একটি অংশ৷ এই হরমোনটি নারীদের যৌনতায়ও চরম তৃপ্তি এনে দেয়৷ এথেকেই প্রমাণিত যে, মোটা পুরুষরা নারীদের চরম যৌনসুখ দিতে পারেন৷
গবেষকেরা জানিয়েছেন, যাদের ভুড়ি বড় তাদের দেহে চর্বি বেশি থাকে৷ আর যাদের দেহে চর্বি বেশি তাদের দেহে অ্যাস্ট্রাডেওল বেশি থাকে৷ এটি পুরুষদের সেক্স হরমোনের একটি অংশ৷ এই হরমোনটি নারীদের যৌনতায়ও চরম তৃপ্তি এনে দেয়৷ এথেকেই প্রমাণিত যে, মোটা পুরুষরা নারীদের চরম যৌনসুখ দিতে পারেন৷
বিয়ের পরেই সত্যির সম্মুখীন হন মেয়েরা
প্রেমিককে স্বপ্নের রাজকুমার ভেবে নিয়েই তার সঙ্গে বিয়ে৷ মনে মনে
মেয়েরা ভাবেনমনের মানুষটিকে যখন বিয়ে করেছেন তখন জীবনে আর খুব এক ঝক্কি
ঝামেলা পোহাতে হবে না৷ কিন্তু বাস্তবে ঘা ঘটে তা কল্পনা করতে পারেননা অনেক
মেয়েই৷ প্রেম বিবাহের পর মনের মানুষটির এমন কিছু অজানা তথ্য বেড়িয়ে আসে
যা তারা আগে কোনোও দিনও ভাবেননি৷
- বিয়ের আগে বেশির ভাগ মেয়েই জীবনে রুপকথার সঙ্গে তুলনা করেন৷ বিশেষ করে মনের মানুষকে বিয়ে করার সময়ও তার জীবনে এমনই ভাবনায় আনাগোনা লেগে থাকে৷ কিন্তু বিয়ের পরেই বাস্তবে পা রাখেন মেয়েরা৷ সব মেয়েদেরই জেনে রাখা প্রয়োজন জীবনে সবসময়ই যে সুখ স্থায়ী থাকবে তা নয়৷ ভাল মন্ড মিশিয়েই জীবন৷
ফেসবুকে ফ্লার্টিং করলে সাবধান!
আপনার প্রাইভেসি বা গোপনীয়তা আপনার হাতেই। ফেসবুক ঘাটাঘাটির আগে জেনে নিন
এর গোপনীয়তা সম্বন্ধে। অনেকে ভাবেন যে আপনি প্রাইভেটলি ফ্লার্টিং করছেন।
অন্য কেউ টেরটি পাবে না। কিন্তু আপনি কখনও কি ভেবেছেন যে, আপনি যার সাথে
ফ্লার্টিং করছেন তার কাছেও একই তথ্য আছে? আপনার সব কথা আপনার ফ্লার্টিং
পার্টনারের কাছে রয়ে গেছে। আপনি নিজেও জানেন না আপনার পার্টনার তার
যোগাযোগের গোপনীয়তা কিভাবে রক্ষা করে। কিছু কিছু পরিস্থিতি আছে, যাতে করে
আপনার গোপনীয়তা অন্য কারো কাছে ফাঁস হয়ে যেতে পারে, যেমনঃ
আপনার সঙ্গী ব্যক্তিগত পিসি বা ল্যাপটপ ব্যবহার না করে, কোন পাবলিক পিসি ব্যাবহার করতে পারে
আপনার সঙ্গী যদি অফিসের পিসি ব্যবহার করে থাকে, সেখানে তার অনলাইন এক্টিভিটি পর্যবেক্ষণ করা হতে পারে
অনেকে ব্যক্তিগত মোবাইলের গোপনীয়তা খুব একটা বজায় রাখেন না
আপনার সঙ্গী ব্যক্তিগত পিসি বা ল্যাপটপ ব্যবহার না করে, কোন পাবলিক পিসি ব্যাবহার করতে পারে
আপনার সঙ্গী যদি অফিসের পিসি ব্যবহার করে থাকে, সেখানে তার অনলাইন এক্টিভিটি পর্যবেক্ষণ করা হতে পারে
অনেকে ব্যক্তিগত মোবাইলের গোপনীয়তা খুব একটা বজায় রাখেন না
সাইবার পরিচয়ে বিয়ে করা কি ভাল নয়?
মোবাইল, ল্যাপটপ বা পিসিতে কোনও সোস্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে চ্যাট
করছেন৷ হঠাৎ একজনের ফ্রেন্ড রিকোয়েস্ট৷প্রোফাইল বা ছবি দেখে পছন্দ হয়ে
গেল আপনার৷ বাস! ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন৷ এরপর চ্যাট, পরিচয়৷
আপনার মনের কোনে একটু একটু করে জায়গা করে নেয় বন্ধুটি৷ একসময় আপনার
হৃদয় জুড়ে শুধু সেই রয়েছে৷এবার তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন৷ কিন্তু
বিয়ে করার পর দেখলেন সাইবার দুনিয়ায় আপনার সেই প্রিয় জীবনসাথী বাস্তবে
একেবারে আলাদা৷ বাস আপনি পড়লেন আকাশ থেকে৷কি হবে এখন? শেষমেষ নিজেকে
মানাতে না পেরে বিবাহ বিচ্ছেদ করতে বাধ্য হলেন আপনি৷
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
পরকীয়ার কারণ-ভয়ঙ্কর
bdadvise.blogspot.com
“নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওপাড়েতে সর্বসুখ আমার বিশ্বাস…।”
পরকীয়া নামক, এক ভয়ঙ্কর অপরাধ জন্ম নিয়েছে সমাজে। বহুকাল আগে থেকেই এর সূচনা ঘটলেও বর্তমানে এর রমরমা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। কেন পরকীয়া? এ নিয়ে গবেষণায় দেখা গেছে, চোখ ও মনের কিছু ভ্রমই এই সর্বনাশের কারণ। বেশির ভাগ পুরুষই মনে করেন তার প্রেমিকা বা স্ত্রীর তুলনায় তার বন্ধুর বা প্রতিবেশীর স্ত্রী বা প্রেমিকা অনেক বেশি আকর্ষণীয়। আর এই ধারণাই একজন পুরুষকে নিয়ে যায় পরকীয়ার পথে।
দীর্ঘস্থায়ী হোক যৌনমিলন
bdadvise.blogspot.com
দীর্ঘক্ষণ যৌনতা ধরে রাখা অনেক পুরুষের ক্ষেত্রেই সমস্যা হয়ে দাঁড়ায়৷ এতেকরে দাম্পত্য জীবন হতে পারে সমস্যা বহুল৷ কিন্তু বেশ কিছু পদক্ষেপ রয়েছে যা আপনাকে এইসমস্ত ঝামেলা থেকে মুক্তি দিতে পারে৷ সঙ্গীর সঙ্গে মিলিত হওয়ার আগে ও পরে কিছু নিয়ম আপনাকে করে তুলতে পারে প্রিয় মানুষের কাছে আরও আকর্ষণীয়৷
যৌন মিলনের আগে:
দীর্ঘক্ষণ যৌনতা ধরে রাখা অনেক পুরুষের ক্ষেত্রেই সমস্যা হয়ে দাঁড়ায়৷ এতেকরে দাম্পত্য জীবন হতে পারে সমস্যা বহুল৷ কিন্তু বেশ কিছু পদক্ষেপ রয়েছে যা আপনাকে এইসমস্ত ঝামেলা থেকে মুক্তি দিতে পারে৷ সঙ্গীর সঙ্গে মিলিত হওয়ার আগে ও পরে কিছু নিয়ম আপনাকে করে তুলতে পারে প্রিয় মানুষের কাছে আরও আকর্ষণীয়৷
যৌন মিলনের আগে:
- সহবাস করার আগে শান্ত করতে হবে মন৷ মনে কোন ঋনাত্মক ভাবনা আনলে চলবে না৷ স্বল্পস্থায়ী যৌনতার একমাত্র কারণ হল শারীরিক ও মানসিক অস্থিরতা৷
- নিজেকে শারীরিক মিলেনর জন্য মানসিক ও শারীরিক ভাবে তৈরি করুন৷মানসিক চাপ, উদ্বেগ কমিয়ে আনুন৷ প্রয়োজনে সুস্থ ও স্বাভাবিক নিয়মে হস্তমৈথুন করতে পারেন৷
বয়সভেদে যৌবনাদের চাওয়া-পাওয়া
bdadvise.blogspot.com
হেডলাইনে নারী শব্দের উল্লেখ থাকলেও, আমি কিন্তু প্রথমে টিনএজ মেয়েদের কথা বলব। মেয়েরা, তোমরা কিন্তু ভ্রু কোঁচকাবে না। তোমাদের যাদের বয়স ১৩ থেকে ১৯ এর মধ্যে, তাঁদের চাওয়া পাওয়া বাস করে কিন্তু এক বড়সড় স্বপ্নের দেশে। অনন্ত চাওয়া, একেক জনের ক্ষেত্রে একেক রকম। শুরু করলে শেষ করা সম্ভব হবে না। তাই একটু এগিয়ে যাচ্ছি।
বয়স যখন ; ২০-২৯ – প্রথম ব্যাপার তাঁকে( পুরুষটিকে ) সুদর্শন হতে হবে। মুগ্ধ শ্রোতা হতে হবে ১০০ ভাগ। ফ্যাশন সচেতন হওয়া জরুরী। রোমান্টিক হতেই হবে, না হলে চলবে না। শিল্পানুরাগী না হলেও ধারনা থাকতে হবে। সেন্স অব হিউমার থাকতে হবে প্রবল। আর্থিকভাবে সচ্চল পরিবারের ছেলে হতে হবে, যাতে বায়না করলেই তা হাজির হয়ে যাবে এক মুহুর্তে। রোমান্সের জন্য জিম করা ফিগার থাকা প্রয়োজন, হিরো হিরো ভাব থাকতে হবে।
যৌনতায় অর্গ্যাজম খুব জরুরি
bdadvise.blogspot.com
অর্গ্যাজাম বা রাগমোচন এমনই একটা শব্দ যা দাম্পত্য সুখের শেষ রসদ। যৌন ক্রীড়ার শেষ বিন্দুতে রাগমোচন এক স্বতঃস্ফূর্ত স্বাভাবিক প্রতিক্রিয়া। এইসময় শ্রোণী অঞ্চলের মাংসপেশির ছন্দোময় সংকোচনের মাধ্যমে দেহে চরম যৌনসুখ অনুভূত হয়। নারী এবং পুরুষ উভয়েরই রাগমোচন ঘটে থাকে যৌন ক্রীড়ার সময়। রাগমোচন সম্পূর্ণ ভাবে স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। রাগমোচনের সময় শরীরে বিবিধ ক্রিয়া ঘটে।
যেমনঃ আনন্দ-চঞ্চল সংবেদন , শরীরের কোন কোন অংশের বিদ্যুতের মতো অনুভব এবং মুখে নানান ধরনের শব্দের উৎপত্তি। অরগ্যাজামের পরবর্তি সময়টি একটি অবসাদময় নিস্তেজ পরিস্থিতি হয়। যার মূল কারন হল অক্সিটোসিন, প্রোল্যাক্টীন এবং এন্ডোরফিন্স নামক নিউরোহরমোনের নিঃসরণ।
অর্গ্যাজাম বা রাগমোচন এমনই একটা শব্দ যা দাম্পত্য সুখের শেষ রসদ। যৌন ক্রীড়ার শেষ বিন্দুতে রাগমোচন এক স্বতঃস্ফূর্ত স্বাভাবিক প্রতিক্রিয়া। এইসময় শ্রোণী অঞ্চলের মাংসপেশির ছন্দোময় সংকোচনের মাধ্যমে দেহে চরম যৌনসুখ অনুভূত হয়। নারী এবং পুরুষ উভয়েরই রাগমোচন ঘটে থাকে যৌন ক্রীড়ার সময়। রাগমোচন সম্পূর্ণ ভাবে স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। রাগমোচনের সময় শরীরে বিবিধ ক্রিয়া ঘটে।
যেমনঃ আনন্দ-চঞ্চল সংবেদন , শরীরের কোন কোন অংশের বিদ্যুতের মতো অনুভব এবং মুখে নানান ধরনের শব্দের উৎপত্তি। অরগ্যাজামের পরবর্তি সময়টি একটি অবসাদময় নিস্তেজ পরিস্থিতি হয়। যার মূল কারন হল অক্সিটোসিন, প্রোল্যাক্টীন এবং এন্ডোরফিন্স নামক নিউরোহরমোনের নিঃসরণ।
যৌনসুখ বাড়াতে কীভাবে কাজ করে ভায়াগ্রা
bdadvise.blogspot.com
সমাজে যৌনতা এবং তার সূত্র ধরে ভায়াগ্রা নিয়ে বহু ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই সংস্কার ও অন্ধ বিশ্বাসের গেরো টপকে এ সম্পর্কে খোলাখুলি আলোচনা করতে দ্বিধা বোধ করেন। ধোঁয়াশা কাটাতে ভায়াগ্রা সংক্রান্ত কিছু তথ্য বিশ্লেষণ করা হল।।
প্রথমেই জানিয়ে রাখা ভাল, ভায়াগ্রা একটি ট্রেড নেম বা নির্দিষ্ট একটি ওষুধের রাসায়নিক নামকরণ। এর মূল উপাদান সিলডেনাফিল সাইট্রেট। প্রাথমিক পর্যায়ে এটি হৃদযন্ত্রের সমস্যায় ব্যবহার করা হলেও তাতে আশাপ্রদ ফল পাওয়া যায়নি। কিন্তু গবেষণা চলাকালীন দেখা যায়, পুরুষ রোগীদের লিঙ্গ উত্থানের ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে।
সমাজে যৌনতা এবং তার সূত্র ধরে ভায়াগ্রা নিয়ে বহু ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই সংস্কার ও অন্ধ বিশ্বাসের গেরো টপকে এ সম্পর্কে খোলাখুলি আলোচনা করতে দ্বিধা বোধ করেন। ধোঁয়াশা কাটাতে ভায়াগ্রা সংক্রান্ত কিছু তথ্য বিশ্লেষণ করা হল।।
প্রথমেই জানিয়ে রাখা ভাল, ভায়াগ্রা একটি ট্রেড নেম বা নির্দিষ্ট একটি ওষুধের রাসায়নিক নামকরণ। এর মূল উপাদান সিলডেনাফিল সাইট্রেট। প্রাথমিক পর্যায়ে এটি হৃদযন্ত্রের সমস্যায় ব্যবহার করা হলেও তাতে আশাপ্রদ ফল পাওয়া যায়নি। কিন্তু গবেষণা চলাকালীন দেখা যায়, পুরুষ রোগীদের লিঙ্গ উত্থানের ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে।
পুরুষসঙ্গী ঠকাচ্ছে কী করে বুঝবেন?
bdadvise.blogspot.com
মনের মত পুরুষ সঙ্গী পেয়ে আগুপিছু না ভেবেই এগিয়ে যাওয়ার আগে একবার ভাবুন। আপনার মনের মানুষটি আড়ালে কোনও অসৎ ব্যক্তি লুকিয়ে আছে কী না জানার সহজ কয়েকটি উপায়:
মনের মত পুরুষ সঙ্গী পেয়ে আগুপিছু না ভেবেই এগিয়ে যাওয়ার আগে একবার ভাবুন। আপনার মনের মানুষটি আড়ালে কোনও অসৎ ব্যক্তি লুকিয়ে আছে কী না জানার সহজ কয়েকটি উপায়:
- মায়ের অনুগত নয়: নিজের মা’কে পছন্দ করেন না, এমন কোনও পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে আগুপিছু ভেবে নিন। নিজের মা’র সম্পর্কে কথা বলার সময় যে পুরুষ অশালীন বাক্য ব্যবহার করে তারা কিন্তু মোটেও স্ত্রীয়ের অনুগত থাকতে তৈরি নন। শুধু অশালীন বাক্য নয়, মা’কে নিয়ে আলোচনায় আগ্রহী নন, এমন পুরুষ তাঁর মা’কে শ্রদ্ধা করেন না, তিনি আপনাকেও সম্মান করবেন কী?
পুরুষদের ম্যাগাজিন পড়লে ক্ষতি হয় টিন-এজারদের যৌনজীব
bdadvise.blogspot.com
পুরুষদের ম্যাগাজিন পড়ার অত্যাধিক শখ কিন্তু আপনার স্বাভাবিক যৌনজীবনে অভিশাপ হয়ে দেখা দিতে পারে। বিশেষত আপনি যদি একজন টিন এজার হন।
ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষকের পর্যবেক্ষণ, পুরুষদের ম্যাগাজিনের প্রতি অত্যাধিক আকর্ষণ টিন-এজারদের অবাঞ্ছিত যৌন চাহিদা বাড়িয়ে তোলে। পাল্টা মহিলাদের ম্যাগাজিন কিন্তু টিন এজ মেয়েদের সেক্স নিয়ে আরও সতর্ক করে তোলে।
মিডিয়ায় যা দেখায় ও পড়া হয়, তা কিশোরদের মস্তিষ্কে ব্যাপক প্রভাব ফেলে, বলছেন ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এডওয়ার্ড মুরো। গবেষণা বলছে, পুরুষদের
পুরুষদের ম্যাগাজিন পড়ার অত্যাধিক শখ কিন্তু আপনার স্বাভাবিক যৌনজীবনে অভিশাপ হয়ে দেখা দিতে পারে। বিশেষত আপনি যদি একজন টিন এজার হন।
ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষকের পর্যবেক্ষণ, পুরুষদের ম্যাগাজিনের প্রতি অত্যাধিক আকর্ষণ টিন-এজারদের অবাঞ্ছিত যৌন চাহিদা বাড়িয়ে তোলে। পাল্টা মহিলাদের ম্যাগাজিন কিন্তু টিন এজ মেয়েদের সেক্স নিয়ে আরও সতর্ক করে তোলে।
মিডিয়ায় যা দেখায় ও পড়া হয়, তা কিশোরদের মস্তিষ্কে ব্যাপক প্রভাব ফেলে, বলছেন ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এডওয়ার্ড মুরো। গবেষণা বলছে, পুরুষদের
প্রতিশোধ নিতে প্রেমিকার ব্লু ফিল্ম: হতে পারে হাজতবাস

সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও যদিও আপনার ও আপনার প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আপনার মোবাইল বা ল্যাপটপে থেকে যায় এবং তা যদি আপনার প্রাক্তন প্রেমিকার না-পসন্দ হয় তাহলে তিনি আপনাকে আইনি নোটিশ পাঠাতে পারেন। আইনি নোটিশ পাঠিয়ে সেই সমস্ত ছবি বা ভিডিও মুছে ফেলার নির্দেশ দিতে পারেন আপনার প্রাক্তন প্রেমিকা।
এদেশে এমন ঘটনা না ঘটলেও ঘটেছে জার্মানিতে। সম্পর্ক ভেঙে যাওয়ায় রাগে ও প্রতিশোধ নিতে এক বিক্ষুব্ধ প্রেমিক তারর প্রেমিকার সঙ্গে মিলনের মুহূর্তের ভিডিও আপলোড করে দেন ইউটিউবে।
ওষুধের জাদুতে দীর্ঘক্ষণ থাকুন উত্তেজিত
পুরুষদের মধ্যে তাড়াতাড়ি বীর্যপতনের সমস্যা একেবরেই সাধারণ৷ সহবাসের
সময় সময়ের আগেই বীর্যপাত হলে এই সমস্যাকে মূলত শীঘ্রপতন বলা হয়ে থাকে৷
তবে এখন শীঘ্রপতনের চিকিৎসায় এক নতুন পন্থা আবিষ্কার করে হয়েছে৷ মনে করা
হচ্ছে লাভ হরমোন অক্সিটোসিনের সাহায্যেই শীঘ্রপতনের চিকিৎসা করা যেতে পারে৷
সংবাদ সূত্র অনুযায়ী, একটি এমন ওষুধ তৈরি করা হচ্ছে যা শীঘ্ররতনের সমস্যার সমাধান করতে পারে৷ আগামী মাসের মধ্যেই এই ওষুধের ক্লিনিক্যাল টেস্টও করা হবে৷ গবেষণা থেকে জানা গিয়েছে, অক্সিটোসকিনের পরিমাণ বাড়লে শরীরের কামুকতা বেড়ে যায় এবং এর ফলের দীর্ঘক্ষণ শরীরে উত্তেজনা থাকে৷
সংবাদ সূত্র অনুযায়ী, একটি এমন ওষুধ তৈরি করা হচ্ছে যা শীঘ্ররতনের সমস্যার সমাধান করতে পারে৷ আগামী মাসের মধ্যেই এই ওষুধের ক্লিনিক্যাল টেস্টও করা হবে৷ গবেষণা থেকে জানা গিয়েছে, অক্সিটোসকিনের পরিমাণ বাড়লে শরীরের কামুকতা বেড়ে যায় এবং এর ফলের দীর্ঘক্ষণ শরীরে উত্তেজনা থাকে৷
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪
যৌবন ধরে রাখার ছোট্ট ‘গোপন ফর্মুলা’!
bdadvise.blogspot.com
বয়স ৩০ বা ৩৫? পার্লার যাওয়ার সময় পান না?সারাদিনে খুব কাজের চাপ?
কি করা যায় তাই ভাবছেন তো?
না, সময় না পেলে বাইরে গিয়ে রূপচর্চা করতে হবে না। আবার নামি দামি ক্রিম কিনে অর্থ ব্যয় এর প্রয়োজন নেই। আপনার রান্নাঘরের অতি পরিচিত সামান্য কিছু উপাদান দিয়েই নিজেকে সুন্দর করে রাখতে পারবেন। ত্বকের জেল্লাকে ধরে রাখতে এই উপাদানটি বেশ কার্যকারী। এটি একটি ফেস প্যাক তৈরির সিক্রেট ফর্মুলা। নিয়মিত এই ফেস প্যাক ব্যবহারে দীর্ঘদিন অটুট থাকবে আপনার চেহারার যৌবন।
বয়স ৩০ বা ৩৫? পার্লার যাওয়ার সময় পান না?সারাদিনে খুব কাজের চাপ?
কি করা যায় তাই ভাবছেন তো?
না, সময় না পেলে বাইরে গিয়ে রূপচর্চা করতে হবে না। আবার নামি দামি ক্রিম কিনে অর্থ ব্যয় এর প্রয়োজন নেই। আপনার রান্নাঘরের অতি পরিচিত সামান্য কিছু উপাদান দিয়েই নিজেকে সুন্দর করে রাখতে পারবেন। ত্বকের জেল্লাকে ধরে রাখতে এই উপাদানটি বেশ কার্যকারী। এটি একটি ফেস প্যাক তৈরির সিক্রেট ফর্মুলা। নিয়মিত এই ফেস প্যাক ব্যবহারে দীর্ঘদিন অটুট থাকবে আপনার চেহারার যৌবন।
বয়স্কদের যৌনকামনা কি অপরাধ?
bdadvise.blogspot.com
ভিড় বাস৷ প্যান্ডেলের লম্বা লাইন৷ মেট্রোর চাপাচাপি বা একান্ত একলা ঘরে আপনি একা। আর ঠিক এই সময়গুলিতেই হাতছানি দেয় অসামাজিক কিছু কার্যকলাপ। যার সঙ্গে হয় আপনি পরিচিত৷ নয়তো একদমই অপরিচিত। একটু লক্ষ্য করলে দেখা যাবে, যে বয়স্ক পুরুষরাই লিপ্ত হয়ে পড়ছে কম বয়সী মেয়েদের প্রতি। এই কামনার পথে হাঁটছেন বহু বয়স্ক। এখানে বয়স্ক বলতে ৫৫ ঊর্ধ্বকেই ধরা হচ্ছে। মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর যৌন উদ্দীপনা একটু শিথিল হয়ে আসে৷ এটা ঠিক৷ কিন্তু পুরুষদের ক্ষেত্রে তা হয় না।
ভিড় বাস৷ প্যান্ডেলের লম্বা লাইন৷ মেট্রোর চাপাচাপি বা একান্ত একলা ঘরে আপনি একা। আর ঠিক এই সময়গুলিতেই হাতছানি দেয় অসামাজিক কিছু কার্যকলাপ। যার সঙ্গে হয় আপনি পরিচিত৷ নয়তো একদমই অপরিচিত। একটু লক্ষ্য করলে দেখা যাবে, যে বয়স্ক পুরুষরাই লিপ্ত হয়ে পড়ছে কম বয়সী মেয়েদের প্রতি। এই কামনার পথে হাঁটছেন বহু বয়স্ক। এখানে বয়স্ক বলতে ৫৫ ঊর্ধ্বকেই ধরা হচ্ছে। মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর যৌন উদ্দীপনা একটু শিথিল হয়ে আসে৷ এটা ঠিক৷ কিন্তু পুরুষদের ক্ষেত্রে তা হয় না।
কামসূত্রে ব্যথামুক্তি
bdadvise.blogspot.com
মাথা ব্যথার অব্যর্থ ঔষধ নাকি যৌনসঙ্গম।। সম্প্রতি, চমকে দেওয়ার মতো এমনই মন্তব্য করেছেন- আমেরিকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ লরেন স্ট্রেইশার। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্ট্রেইশার জানান, অনেক সময় দৈহিক মিলনের ফলে মাথাব্যথা কমে যেতে পারে। তাঁর মতে, সঙ্গমের সময় পুরুষ-নারী উভয়ের শরীর থেকে এন্ডরফিন নিঃসৃত হয় । শরীর থেকে বেশি মাত্রায় এন্ডরফিন বেরিয়ে যাওয়ার কারণেই, দ্রুত মাথা ব্যাথার হাত থেকে রেহাই মেলে। তাঁর দাবি, শুধু মাথাই নয় , শরীরের বিভিন্ন অংশের ব্যথা এই পদ্ধতিতে সারে। তাঁর পরামর্শ , শরীরে বেশ কিছুদিন ধরে কোনও ব্যথা ঘাঁটি গাড়লে পেইন কিলার না খেয়ে বরং নিয়মিত যৌন মিলনের অভ্যাস করুন ।
মাথা ব্যথার অব্যর্থ ঔষধ নাকি যৌনসঙ্গম।। সম্প্রতি, চমকে দেওয়ার মতো এমনই মন্তব্য করেছেন- আমেরিকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ লরেন স্ট্রেইশার। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্ট্রেইশার জানান, অনেক সময় দৈহিক মিলনের ফলে মাথাব্যথা কমে যেতে পারে। তাঁর মতে, সঙ্গমের সময় পুরুষ-নারী উভয়ের শরীর থেকে এন্ডরফিন নিঃসৃত হয় । শরীর থেকে বেশি মাত্রায় এন্ডরফিন বেরিয়ে যাওয়ার কারণেই, দ্রুত মাথা ব্যাথার হাত থেকে রেহাই মেলে। তাঁর দাবি, শুধু মাথাই নয় , শরীরের বিভিন্ন অংশের ব্যথা এই পদ্ধতিতে সারে। তাঁর পরামর্শ , শরীরে বেশ কিছুদিন ধরে কোনও ব্যথা ঘাঁটি গাড়লে পেইন কিলার না খেয়ে বরং নিয়মিত যৌন মিলনের অভ্যাস করুন ।
দাম্পত্য সুখের হয় সিনেমার গুণে
bdadvise.blogspot.com
সিনেমা কম বেশি সকলেই দেখেন৷ কিন্তু সিনেমা নিয়ে নিজের স্বামী বা স্ত্রীয়ের সঙ্গে আলোচনা করেন কি? যদি না করে থাকেন তবে আজ থেকেই তা শুরু করুন৷ নিউইয়র্কের ইউনিভার্সিটি অফ রচেস্টারের গবেষকা বলছেন স্বামী বা স্ত্রীয়ের সঙ্গে রোমান্টিক সিনেমা দেখাঅথবা সিনেমা নিয়ে আলোচনা করা নাকি দাম্পত্য জীবনে সুখ আনার এক চাবিকাঠি৷ এতে দাম্পত্য জীবন দীর্ঘ হয় ও ডিভোর্সের সম্ভাবনা একেবারে থাকেনা বললেই চলে৷
গবেষকরা জানিয়েছেন, একমাসে অন্তত পাঁচটি রোমান্টিক
সঙ্গী যদি হয় সহকর্মী
‘‘তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥’’
প্রেমের তো কোন নির্দিষ্ট স্থান নেই। স্থান কাল দেখে প্রেম হয় না। হয় কেবল পাত্র দেখে।আর সেই পাত্রটি যদি হয় আপনার অফিসের কর্মচারী।তাহলে কি করবেন? প্রেমই করবেন।অফিস বলতে আমি আপনি বুঝি, মিটিং, ডেডলাইন, প্রজেক্ট। এই কাজের চাপেও প্রেম করা যায়। আপনার পছন্দের মানুষটি যদি আপনার অফিসের হন তাহলে তো আপনি আর অফিস ছেড়ে প্রেম করবেন না। অফিসে বসেই কাজের পাশাপাশি সম্পর্ককে টিকিয়ে রাখতে হবে। কারণ,জীবনে সব কিছুর প্রয়োজন আছে। চলুন জেনে নিই এমনটা হলে কী করবেন আর কী করবেন না-
বক্ষবন্ধনীতে নেই ক্যান্সারের ভয়
bdadvise.blogspot.com
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
নীলছবি দেখা দুর করতে যৌনশিক্ষার শলা
bdadvise.blogspot.com
সেক্স এমন একটি বিষয় যেটি সকলেই জানেন কিন্তু আমাদের দেশের সংস্কৃতি ও সমাদের কারণে কেউ এগুলি নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে পারেন না৷ বাবা-মায়েরাও যেমন এ বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকেন এবং যুব সমাজও এবিষয়ে জানার আগ্রহ প্রকাশ করতে পারেননা৷ সেক্ষেত্রে যেখান থেকে মানুষ শিক্ষালাভ করে থাকেন অর্থাৎ স্কুল সেখানে এবিষয়ে আলোচনা নৈব নৈব চ৷ এর কারণেই কিশোর কিশোরীরা ইন্টারনেটের আশ্রয় নেয় এবং তাদের মধ্যে বেড়ে ওঠে নীল ছবি দেখার প্রবণতা৷ নীল ছবি দেখার প্রবণতা বৃদ্ধির কারণ যেমন প্রমাণিত হয়েছে তেমনই বর্তমানে এটি একটি সামাজিক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷
সেক্স এমন একটি বিষয় যেটি সকলেই জানেন কিন্তু আমাদের দেশের সংস্কৃতি ও সমাদের কারণে কেউ এগুলি নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে পারেন না৷ বাবা-মায়েরাও যেমন এ বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকেন এবং যুব সমাজও এবিষয়ে জানার আগ্রহ প্রকাশ করতে পারেননা৷ সেক্ষেত্রে যেখান থেকে মানুষ শিক্ষালাভ করে থাকেন অর্থাৎ স্কুল সেখানে এবিষয়ে আলোচনা নৈব নৈব চ৷ এর কারণেই কিশোর কিশোরীরা ইন্টারনেটের আশ্রয় নেয় এবং তাদের মধ্যে বেড়ে ওঠে নীল ছবি দেখার প্রবণতা৷ নীল ছবি দেখার প্রবণতা বৃদ্ধির কারণ যেমন প্রমাণিত হয়েছে তেমনই বর্তমানে এটি একটি সামাজিক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷
শপিং নয়! সেক্সই পছন্দ মহিলাদের
bdadvise.blogspot.com
সহবাসের চিন্তা পুরুষকে হার মানায় মহিলারা৷
সকলেই মনে করেন, পুরুষরাই সহবাসের কথা বেশি ভাবেন৷ নারীরা ভাবেন শপিং নিয়ে৷ সকলে ভাবেন মহিলারা সহবাসের চেয়ে শপিং, ঘুরে বেড়ানো বা টিভি দেখাকেই বেশি গুরুত্ব দেন৷ কিন্তু, এটি একেবারেই সত্যি নয়৷ সহবাসের ক্ষেত্রে পুরুষরা নারীদের কাছে ডাহা ফেল করেন৷
সোনার গয়না বা হীরের নেকলেস নারীর মন ভোলাতে পারলেও, পৃথিবীতে এমন কোন জিনিস নেই যা মহিলারা সহবাসের চেয়েও বেশি ভালবাসেন৷ কিছু মহিলার হয়ত লজ্জায় নিজের স্বামী বা প্রেমিককে মনের কথা বলে উঠতে পারেন না৷ কিন্তু পুরুষ সঙ্গীদেরই সবসময় একজন মহিলার মনের ইচ্ছের কথা মাথায় রাখা উচিত৷
স্ত্রী বা প্রেমিকার সঙ্গে এমনভাবে
সহবাসের চিন্তা পুরুষকে হার মানায় মহিলারা৷
সকলেই মনে করেন, পুরুষরাই সহবাসের কথা বেশি ভাবেন৷ নারীরা ভাবেন শপিং নিয়ে৷ সকলে ভাবেন মহিলারা সহবাসের চেয়ে শপিং, ঘুরে বেড়ানো বা টিভি দেখাকেই বেশি গুরুত্ব দেন৷ কিন্তু, এটি একেবারেই সত্যি নয়৷ সহবাসের ক্ষেত্রে পুরুষরা নারীদের কাছে ডাহা ফেল করেন৷
সোনার গয়না বা হীরের নেকলেস নারীর মন ভোলাতে পারলেও, পৃথিবীতে এমন কোন জিনিস নেই যা মহিলারা সহবাসের চেয়েও বেশি ভালবাসেন৷ কিছু মহিলার হয়ত লজ্জায় নিজের স্বামী বা প্রেমিককে মনের কথা বলে উঠতে পারেন না৷ কিন্তু পুরুষ সঙ্গীদেরই সবসময় একজন মহিলার মনের ইচ্ছের কথা মাথায় রাখা উচিত৷
স্ত্রী বা প্রেমিকার সঙ্গে এমনভাবে
নিষিদ্ধ পাড়ায় কেন যায় পুরুষরা?
bdadvise.blogspot.com
চারিদিকে যখন সেক্স র্যাকেট নিয়ে এত গুঞ্জন৷ তখন জানিয়ে রাখা ভাল দেহব্যবসা চলছে কিন্তু একমাত্র পুরুষের দয়াতেই৷ অনেকে বলতেই পারেন জিগোলো প্রথা এখনও বাড়ছে৷ কিন্তু তবুও যৌন পল্লীতে পুরুষ খদ্দেরদেরই রমরমা৷ সকলে বলবেন পারিবারিক জীবনে সুখ শান্তির অভাবেই একজন পুরুষ যৌনপল্লির রঙিন আলোয় রাঙিয়ে তুলতে চান তার জীবন৷ কিন্তু যারাই পতিচালয়ে যান সেই সব পুরুষের জীবনের গল্পটা কি একই? যদিও সেটা নিয়ে ভিন্ন পুরুষের ভিন্ন মতামত৷ বিবাহত জীবনে সমস্যা বা জীবনের নিরাশা দূর করার পাশাপাশি অতিরিক্ত যৌন খিদে মেটাতেও বেশির ভাগ পুরুষই একজন পতিতার আশ্রয় নেন৷ এমনও কিছু পুরুষ রয়েছে যারা দীর্ঘদিন ধরে একজন পতিতার কাছেই যান৷ যে সব পুরুষরা যৌনকর্মীদের আশ্রয় নেন তাদের ছবি মোটামুটি
চারিদিকে যখন সেক্স র্যাকেট নিয়ে এত গুঞ্জন৷ তখন জানিয়ে রাখা ভাল দেহব্যবসা চলছে কিন্তু একমাত্র পুরুষের দয়াতেই৷ অনেকে বলতেই পারেন জিগোলো প্রথা এখনও বাড়ছে৷ কিন্তু তবুও যৌন পল্লীতে পুরুষ খদ্দেরদেরই রমরমা৷ সকলে বলবেন পারিবারিক জীবনে সুখ শান্তির অভাবেই একজন পুরুষ যৌনপল্লির রঙিন আলোয় রাঙিয়ে তুলতে চান তার জীবন৷ কিন্তু যারাই পতিচালয়ে যান সেই সব পুরুষের জীবনের গল্পটা কি একই? যদিও সেটা নিয়ে ভিন্ন পুরুষের ভিন্ন মতামত৷ বিবাহত জীবনে সমস্যা বা জীবনের নিরাশা দূর করার পাশাপাশি অতিরিক্ত যৌন খিদে মেটাতেও বেশির ভাগ পুরুষই একজন পতিতার আশ্রয় নেন৷ এমনও কিছু পুরুষ রয়েছে যারা দীর্ঘদিন ধরে একজন পতিতার কাছেই যান৷ যে সব পুরুষরা যৌনকর্মীদের আশ্রয় নেন তাদের ছবি মোটামুটি
প্রথম ডেটে কথা বলুন চোখে চোখ রেখে
http://bdadvise.blogspot.com
প্রথম ডেটিং। বুঝে উঠতে পারছেন না যে কোথায় যাবেন, কী করবেন , কেমনভাবে কথা বলবেন, কী খাবেন। কিন্তু সন্ধ্যে হলেই যেতে হবে সঙ্গীর সাথে দেখা করতে। তাও আবার প্রথম ডেট বলে কথা। নিজেকে সুন্দরও দেখাতে হবে।
এমন অবস্থায় কী করবেন
সবাই চায়, প্রথম ডেটেই তার সঙ্গীটি তার প্রেমে মজে যাক।তাই, প্রথম দিনই খুব দামি রেস্তরাঁ নয়। মোটামুটি পরিষ্কার ছিমছাম রেস্তরাঁ তেই যান।
হাল্কা মেক আপই নিন। ছেলেদের ক্ষেত্রে ক্যাসুয়াল ড্রেস পরলেই ভাল। যেই ড্রেসে আপনাকে স্মার্ট লাগবে, সেই ড্রেসই পরবেন।
ওরাল সেক্সে ঝুঁকি ক্যান্সারের
http://bdadvise.blogspot.com
এখনকার শৈশব আর দুধভাত মার্কা নয়। আমিষেই এরা খুশি। যৌনতার আঁচ শৈশব থেকেই ধরতে থাকে। শুধু হাওয়া দেওয়ার পালা। একটু বড় হতেই বন্ধুত্বের সংখ্যা বাড়তে থাকে। ছেলে মেয়ের মধ্যে কোন পর্দা থাকে না। এ যুগে ছেলে মেয়েরা বন্ধুত্বের ছলে বা প্রেমের আকর্ষণে এতটাই উন্মাদ থাকে যে সেক্সের দোরগোড়ায় পৌঁছতে খুব বেশি সময় নেয় না। এসবের ফলে বাড়ছে নানান রকম সেক্সুয়াল প্রবলেম। ওরাল সেক্সের আদিখ্যেতা দিনদিন বাড়ছে। এতে সুবিধা একটাই, ওরাল সেক্সে প্রেগনেন্ট হওয়ার কোন সুযোগ থাকে না। কিন্তু, ওরাল সেক্সের ফলে হতে পারে ক্যান্সার। ওরাল সেক্সে (মুখে যৌন সঙ্গম) গলায় ক্যান্সারের ঝুঁকি রয়েছে বলে
এখনকার শৈশব আর দুধভাত মার্কা নয়। আমিষেই এরা খুশি। যৌনতার আঁচ শৈশব থেকেই ধরতে থাকে। শুধু হাওয়া দেওয়ার পালা। একটু বড় হতেই বন্ধুত্বের সংখ্যা বাড়তে থাকে। ছেলে মেয়ের মধ্যে কোন পর্দা থাকে না। এ যুগে ছেলে মেয়েরা বন্ধুত্বের ছলে বা প্রেমের আকর্ষণে এতটাই উন্মাদ থাকে যে সেক্সের দোরগোড়ায় পৌঁছতে খুব বেশি সময় নেয় না। এসবের ফলে বাড়ছে নানান রকম সেক্সুয়াল প্রবলেম। ওরাল সেক্সের আদিখ্যেতা দিনদিন বাড়ছে। এতে সুবিধা একটাই, ওরাল সেক্সে প্রেগনেন্ট হওয়ার কোন সুযোগ থাকে না। কিন্তু, ওরাল সেক্সের ফলে হতে পারে ক্যান্সার। ওরাল সেক্সে (মুখে যৌন সঙ্গম) গলায় ক্যান্সারের ঝুঁকি রয়েছে বলে
কয়েকটি সেক্সি ‘ফোর প্লে’ টিপস
http://bdadvise.blogspot.com
মিলনকে আরও মধুর করতে ফোর প্লে-র জুড়ি নেই। ইন্টারকোর্সের মজাকে দ্বিগুণ করে ফোর প্লে। অনেকসময় দেখা যায়, দম্পতিরা, বিশেষত পুরুষরা ফোর প্লে এড়িয়েই রতিক্রিয়ায় মেতে উঠতে চান। কিন্তু নেহাত এক মেশিনের মত নিজেকে চার্জ আপ করার মধ্যে সেই সুখ কই? তাই আজ আপনাদের জন্য রইল এমন কয়েকটি ফো প্লে টিপস যা আপনার মিলনকে আরও উত্তেজক ও দীর্ঘস্থায়ী করবে।
মিলনকে আরও মধুর করতে ফোর প্লে-র জুড়ি নেই। ইন্টারকোর্সের মজাকে দ্বিগুণ করে ফোর প্লে। অনেকসময় দেখা যায়, দম্পতিরা, বিশেষত পুরুষরা ফোর প্লে এড়িয়েই রতিক্রিয়ায় মেতে উঠতে চান। কিন্তু নেহাত এক মেশিনের মত নিজেকে চার্জ আপ করার মধ্যে সেই সুখ কই? তাই আজ আপনাদের জন্য রইল এমন কয়েকটি ফো প্লে টিপস যা আপনার মিলনকে আরও উত্তেজক ও দীর্ঘস্থায়ী করবে।
- চাইনিজ হুইসপার: আপনার পুরুষসঙ্গীকে আরও উত্তেজিত করে তুলতে তাঁর কানে কানে আপনার ইচ্ছের কথা বলুন। দেখুন, তিনি আর নিজেকে সামলে রাখতে পারবেন না। কানের নরম চামড়ায় সঙ্গিনীর নিশ্বাস পড়লে অনেক কম পুরুষই নিজেকে সামলে রাখতে সমার্থ্য হন।
দাঁড়ির কাটছাঁটে বানান সেক্সি লুক
BD ADVISE:
সিংহের পৌরুষের পরিচয় দেয় তাঁর কেশর। গবেশনায় দেখা গেছে, সিংহীরা সঙ্গী বাছাইয়ের সময় সিংহের কেশরের দিকে নজর দেয়। লম্বা কেশরের অধিকারী সিংহেরা অগ্রাধিকার পায়। এইত গেল পশুদের কথা। এইবার আসা যাক পুরুষদের ফ্যাশনের কথা। এই ফ্যাশানে জামাকাপড়ের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে দাঁড়ির রকমারি কাটছাঁটের কথা। পুরুষেরা সাধারণত কোনো খেলোয়াড় বা নায়কের নতুন ধরনের চুল বা দাঁড়ির কাটে উদ্বুদ্ধ হয়ে নিজের চেহারাতেও সেরকম একটি কাটে ভিন্নতা আনার চেষ্টা করেন। কিন্তু সবাইকে সবকিছু ঠিকভাবে মানিয়ে উঠে না। বিশেষ করে দাঁড়ির কাটে খেয়াল রাখা উচিৎ মুখের আকৃতিটি কেমন।
সঠিক মাপের অন্তর্বাস বাছাইয়ের কৌশল
ব্রেসিয়ার কিনতে গিয়ে অনেকেকেই ঝামেলায় পড়তে হয়। নানান বিব্রতকর
পরিস্থিতি সৃষ্টি হয়। ব্রা কিনতে গিয়ে ঝামেলা হয় সঠিক আকার নিয়ে, আবার কিনে
আনার পর বাড়িতে এসেও দেখা যায় ঠিক মত ফিট হচ্ছে না। ফিট না হলে আবার
দৌড়াতে হয় মার্কেটে সেটা বদলানোর জন্য। তাছাড়া আমাদের দেশে বেশিরভাগ ব্রা-
এর দোকানে দেখা যায় পুরুষ বিক্রেতা, আবার ট্রায়াল করার ব্যবস্থাও থাকে না।
আজকাল কিছু উন্নত সুবিধাযুক্ত শপ হয়েছে বটে, তবে প্রয়োজনের তুলনায় তা
নিতান্তই অপ্রতুল। সত্যি বলতে নারীদের জন্য পুরুষ বিক্রেতাদের কাছ থেকে
ব্রা কেনা এবং বদলানো দুটোই বেশ অস্বস্তিকর। তাই একবারেই ভাল করে দেখেশুনে
ব্রা কিনলে এবং সেটার ঠিক মত যত্ন করতে পারলে বেশ অনেকদিন ব্যবহার করতে
পারবেন একটি ব্রা।আসুন জেনে নেওয়া
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
মেয়েদের ব্যাগে যে জিনিসগুলি রাখা উচিৎ
মেয়েদের হামেশাই বাইরে যেতে হয়। কলেজ অফিস পার্টি বাজার নানান কাজের
জন্য যেতে গেলে হাতে বা কাধে একটা থলে থাকে। জানেন কি ওই থলেতে কোন
গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে রাখতেই হয়। কারণ,অনেক সময় প্রয়োজনীয় জিনিস সঙ্গে
না থাকার জন্যে বিপদে পড়ার উদাহরণও কম নেই। সুতরাং আপনি যদি বাইরে বের হতে
চান তাহলে পার্সে নিচের জিনিসগুলো আছে কিনা ভাল করে যাচাই করে দেখুন-
টাকা: টাকা বিপদের বন্ধু। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবসময় পার্সে পর্যাপ্ত টাকা রাখা উচিৎ। ডেবিট বা ক্রেডিট কার্ড না রাখাই ভাল।
টাকা: টাকা বিপদের বন্ধু। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবসময় পার্সে পর্যাপ্ত টাকা রাখা উচিৎ। ডেবিট বা ক্রেডিট কার্ড না রাখাই ভাল।
সেক্সের ১০টি সহজপাঠ
সম্পর্কে জড়িয়ে পড়ার পর পুরুষরাই মিলনের জন্য প্রথমে ইচ্ছে প্রকাশ করেন,
একথা তো সকলেই দাবি করেন। কিন্তু বেশিরভাগ পুরুষই মিলনের সহজ কয়েকটি নিয়ম
জানেন না। তাদের জন্য রইল কয়েকটি সহজেই মেনে চলা যায় এমন টিপস।
- পার্টি করে ফেরার পর অ্যালকোহলের ঠ্যালায় ‘অ্যাড্রিনালিন রাশ’ বেড়ে যায়। সেই সময় বান্ধবীকে কাছে পাওয়ার ইচ্ছে বেড়ে যায় অনেকেরই। কিন্তু একে পানীয়, তার উপর সঙ্গে ভাজাভুজি খাওয়ায় মুখ থেকে বিকট গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় বান্ধবীকে কাছে পেতে জোর করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।
- নারী শরীর বরাবর কোমল। তাই মিলনের সময় অনভিজ্ঞতার জেরে এমন কিছু করবেন না যাতে আপনার সঙ্গী আঘাত পান।
স্বাভাবিক যৌন জীবনে কল্পনা আনবেন না
কল্পনা নিয়ে বাঁচতে বেশিরভাগ মানুষই ভালবাসে। তবে, সবক্ষেত্রেই কল্পনার
অনুপ্রবেশ ভাল নয়। এই যেমন যৌন মিলনের সময়, বিশেষ করে কল্পনার আশ্রয় নিয়ে
তা সম্পন্ন করার কোনও প্রয়োজনই নেই। একটা স্বাভাবিক যৌনতাকে ফ্যান্টাসির রং
মাখিয়ে তাকে বিরুপ করার কোনও মানে হয় না। বিশেষত অপরিচিতজনের সঙ্গে সেক্স
করা বা পর্ন সিনেমা দেখে তার মতো করে পার্টনারের সঙ্গে সেক্স করার ইচ্ছা
পোষণ বাস্তবতা বিবর্জিত।
একথা আমি বলছি না। বলেছেন, কানাডার অটোয়ার ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. বেথ ভিসার। এতে করে যৌনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার আশংকা রয়েছে বলেও জানান তিনি।
একথা আমি বলছি না। বলেছেন, কানাডার অটোয়ার ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. বেথ ভিসার। এতে করে যৌনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার আশংকা রয়েছে বলেও জানান তিনি।
কুড়ি’র পর নারীর যৌন আবেদন কমে?
নারীদের নাকি কুড়ি বছর অতিক্রম হলেই যৌন আবেদন কমে যায়৷ নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে অধিকাংশ পুরুষই এমন ভাব পোষণ করেন৷
হু উই আর নামের এক নতুন এক গবেষণা মূলক বই কিউপিড নামের একটি ওয়েবসাইট থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে রয়না করা হয়েছে সম্প্রতি৷ ক্রিশ্চিয়ান রাডার নামের এক লেখক এই ওয়েবসাইটটির সহ প্রতিষ্ঠাতা৷ এতে মানুষ পরস্পরকে কিভাবে দেখে তার কথাই বলে রয়েছে৷ এই বইটিতেই প্রকাশিত হয়েছে যে একজন পুরুষ মনে মনে একজন ২২ বছর বয়সী মহিলাকে ২০ বছর বয়সি মহিলার থেকে কম আবেদনময়ী হিসেবে মনে করে থাকেন৷
এই বইটিতে লেখা রয়েছে, ৫০ বছর পর্যন্ত যে কোন পুরুষ ২০ থেকে ২৪ বছয় বয়সি নারীকেই সবচেয়ে বেশি আকর্ষণীয়া বলে মনে করে থাকেন৷
হু উই আর নামের এক নতুন এক গবেষণা মূলক বই কিউপিড নামের একটি ওয়েবসাইট থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে রয়না করা হয়েছে সম্প্রতি৷ ক্রিশ্চিয়ান রাডার নামের এক লেখক এই ওয়েবসাইটটির সহ প্রতিষ্ঠাতা৷ এতে মানুষ পরস্পরকে কিভাবে দেখে তার কথাই বলে রয়েছে৷ এই বইটিতেই প্রকাশিত হয়েছে যে একজন পুরুষ মনে মনে একজন ২২ বছর বয়সী মহিলাকে ২০ বছর বয়সি মহিলার থেকে কম আবেদনময়ী হিসেবে মনে করে থাকেন৷
এই বইটিতে লেখা রয়েছে, ৫০ বছর পর্যন্ত যে কোন পুরুষ ২০ থেকে ২৪ বছয় বয়সি নারীকেই সবচেয়ে বেশি আকর্ষণীয়া বলে মনে করে থাকেন৷
অধিক হস্তমৈথুন শরীরের পক্ষে কি ক্ষতিকারক?
তরুণ প্রজন্ম হস্তমৈথুন করবে এটাই স্বাভাবিক। বিশেষ করে এখন যেভাবে
প্রযুক্তির উন্নতি হচ্ছে, তাতে করে মোবাইল, ল্যাপটপ, টিভি সব ঘরে ঘরে। নীল
ছবির হাতছানিতে খুব সহজেই সাড়া দিয়ে ফেলে এই তারুন্য। বিয়ের পর হস্তমৈথুন
শিথিল হয়ে গেলেও বিয়ের পূর্বে এর বিরাম খুব একটা হয় না। চিকিৎসাশাস্ত্র
মতে, হস্তমৈথুন শরীরের জন্য খারাপ কিছু নয়। এটি একটি জৈবিক ব্যাপার, আপনি
যদি এটি নাও করেন তাহলেও আপনার স্বপ্নদোষ হবে… যাইহোক, মনে রাখতে হবে
সবকিছুরই অতিরিক্ত খারাপ। অধিক হস্তমৈথুনের বেশ অনেকগুলো খারাপ দিক আছে।
তার মাঝে প্রধান একটি হল, আপনার লিঙ্গের টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে।
পর্নগ্রাফি দেখার আগে সাবধান হন!
পর্ণ দেখেনি এমন পুরুষ খুব কমই আছে। তাই পর্ণ দেখাটা তাঁদের কাছে ভীষণ
স্বাভাবিক। তবে, এই সময়ে,তরুন প্রজন্মের কাছে পর্ণগ্রাফির প্রতি আসক্তি এক
ভয়াল নেশার মতো। টিনএজার থেকে শুরু করে অনেক মধ্য বয়সী পুরুষও পর্ণগ্রাফি
আসক্তিতে ভুগছেন। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা তাদের গবেষণায়
পর্ণগ্রাফি আসক্তিকে তেমন ক্ষতিকর নয় ব্যাখ্যা দিলেও এরও বেশ কিছু খারাপ
দিক আছে। নিয়মিত পর্ণ ছবি দেখার মাধ্যমে নিজের অজান্তেই নিজের ক্ষতির করে
ফেলছেন অসংখ্য পুরুষ। আসুন জেনে নেয়া যাক পর্ণ আসক্তির কারণে যে ক্ষতি হতে
পারে আপনার৷
আর ইউ ভার্জিন? উত্তর জেনে নিন
সাধারণ পরিবারের মেয়েদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন যথেষ্ট অপমানজনক। ছেলেরা সাধারাণত বেশ কিছু ভ্রান্ত ধারণার বশবর্তী হয়েই এই ধরনের প্রশ্ন করে ফেলে। বিশেষ করে, যেসব মেয়েরা অল্প বয়সেই একটু বেশি ভারী চেহারার হয়, স্তন স্বাভাবিকের থেকে একটু বেশি বড় হয় বা যার পূর্বে পুরুষ বন্ধু আছে, তাঁদের সম্বন্ধে এই ধরনের ধারণা হয়ে থাকে পুরুষদের মনে।
মধুমাখা মধুচন্দ্রিমার সেক্সি টিপস
“সেই রাতে রাত ছিল পূর্ণিমা
রং ছিল ফাল্গুনী হাওয়াতে
সব ভাল লাগছিল চন্দ্রিমা
খুব কাছে তোমাকে পাওয়াতে……………।।’’
মধুচন্দ্রিমায় গিয়ে আপনার সঙ্গীর বুকে মাথা রেখে গানটা গাইতেই পারেন।শুধু গান কেন, একসাথে হাত ধরে ঘোরা, এক প্লেটে খাবার খাওয়া, সমুদ্র হোক বা পাহাড় বা ছমছমে জঙ্গলে দুজন দুজনকে আস্টেপৃষ্টে জড়িয়ে ধরে সময় কাটানোই তো হল মধুচন্দ্রিমা। প্রেম-যৌনতা-বন্ধুত্বর সঠিক রসায়নই হল সফল মধুচন্দ্রিমা।বিয়ের পর নতুন জীবনে প্রবেশের আগে, আপনার সঙ্গীকে যতটা আপন করে নিতে পারবেন ততই আপনার লাভ।
রং ছিল ফাল্গুনী হাওয়াতে
সব ভাল লাগছিল চন্দ্রিমা
খুব কাছে তোমাকে পাওয়াতে……………।।’’
মধুচন্দ্রিমায় গিয়ে আপনার সঙ্গীর বুকে মাথা রেখে গানটা গাইতেই পারেন।শুধু গান কেন, একসাথে হাত ধরে ঘোরা, এক প্লেটে খাবার খাওয়া, সমুদ্র হোক বা পাহাড় বা ছমছমে জঙ্গলে দুজন দুজনকে আস্টেপৃষ্টে জড়িয়ে ধরে সময় কাটানোই তো হল মধুচন্দ্রিমা। প্রেম-যৌনতা-বন্ধুত্বর সঠিক রসায়নই হল সফল মধুচন্দ্রিমা।বিয়ের পর নতুন জীবনে প্রবেশের আগে, আপনার সঙ্গীকে যতটা আপন করে নিতে পারবেন ততই আপনার লাভ।
দাম্পত্যে আনুন হারিয়ে যাওয়া উষ্ণতা
“তখন তোমার একুশ বছর বোধহয়……।আমি তখন অষ্টাদশীর…………লজ্জা জড়ানো ছন্দে কি পেয়েছি…।।’’
বিয়ের পর বেশ কয়েকটা বছর কেটে যাওয়ার পর, পুরনো স্মৃতি ভীষণ ভাবে আকড়ে ধরতে চায়।দু’জন দু’জনের হাত ধরে রাস্তায় হাঁটা, একজন আরেকজনকে খাইয়ে দেওয়া, বুকে মাথা রেখে ঘুমিয়ে যাওয়া ইত্যাদি নানান স্মৃতি মনে পড়ে যায়। আর তার কারণ একটাই। সম্পর্কটা আর আগের মত নেই। সম্পর্কের উষ্ণতা হারিয়ে গিয়েছে কোথায় যেন। জীবনের কঠিন বাস্তবতার ভিড়ে সম্পর্কটাও হারিয়ে গিয়েছে। এখন কেবল সংসারের প্রয়োজনে এক সঙ্গে থাকা দুজনের। এর বেশি কিছুই না! অনেক সময় এর পরিণতি হিসেবে সম্পর্ক ভেঙ্গে যায় অথবা পরকীয়া করার প্রবণতাও দেখা দেয়। তাই দাম্পত্য সম্পর্কের হারিয়ে যাওয়া আকর্ষণ ফিরিয়ে আনার চেষ্টা করা উচিৎ দুজনেরই।চলুন জেনে নিই দাম্পত্যের মাধুর্য আনার চাবিকাঠি-
বিয়ের পর বেশ কয়েকটা বছর কেটে যাওয়ার পর, পুরনো স্মৃতি ভীষণ ভাবে আকড়ে ধরতে চায়।দু’জন দু’জনের হাত ধরে রাস্তায় হাঁটা, একজন আরেকজনকে খাইয়ে দেওয়া, বুকে মাথা রেখে ঘুমিয়ে যাওয়া ইত্যাদি নানান স্মৃতি মনে পড়ে যায়। আর তার কারণ একটাই। সম্পর্কটা আর আগের মত নেই। সম্পর্কের উষ্ণতা হারিয়ে গিয়েছে কোথায় যেন। জীবনের কঠিন বাস্তবতার ভিড়ে সম্পর্কটাও হারিয়ে গিয়েছে। এখন কেবল সংসারের প্রয়োজনে এক সঙ্গে থাকা দুজনের। এর বেশি কিছুই না! অনেক সময় এর পরিণতি হিসেবে সম্পর্ক ভেঙ্গে যায় অথবা পরকীয়া করার প্রবণতাও দেখা দেয়। তাই দাম্পত্য সম্পর্কের হারিয়ে যাওয়া আকর্ষণ ফিরিয়ে আনার চেষ্টা করা উচিৎ দুজনেরই।চলুন জেনে নিই দাম্পত্যের মাধুর্য আনার চাবিকাঠি-
টিনএজ’দের মানসিকতার পরিবর্তন
পাঁচ বছর আগেও নাকি ১৪ থেকে ১৭ বছরের জার্মান তরুণ-তরুণীরা আগে ভাগেই
চলে যায় বিছানায়, বন্ধুর সঙ্গে শারীরিক মিলনে৷ এর ফলে অপ্রাপ্তবয়স্ক
তরুণীরা অনাকাঙ্খিতভাবে গর্ভবতী হয়ে পড়ে এবং বেশিরভাগ সময়ে গর্ভপাতের ঘটনা
ঘটতো৷তাই, এ নিয়ে বেশ চিন্তায় ছিলেন সমাজকর্মীরা।
চিন্তার কিছুটা অবসান ঘটিয়ে, পাঁচ বছর আগের তুলনায় এই অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে৷ অপ্রাপ্তবয়স্ক বিশেষ করে ১৪ থেকে ১৭ বছর বয়সিদের অনেকেই এখন অপেক্ষা করছে, বিছানায় যাবার আগে তারা আগেপিছে অনেক কিছু ভেবে নিচ্ছে। নতুন গবেষণায় দেখা গেছে, আগে ১৪ বছর বয়সি মেয়েদের মধ্যে শতকরা ১২ ভাগ বন্ধুর সঙ্গে যৌন মিলনের অভিজ্ঞতা গ্রহণ করতো।
চিন্তার কিছুটা অবসান ঘটিয়ে, পাঁচ বছর আগের তুলনায় এই অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে৷ অপ্রাপ্তবয়স্ক বিশেষ করে ১৪ থেকে ১৭ বছর বয়সিদের অনেকেই এখন অপেক্ষা করছে, বিছানায় যাবার আগে তারা আগেপিছে অনেক কিছু ভেবে নিচ্ছে। নতুন গবেষণায় দেখা গেছে, আগে ১৪ বছর বয়সি মেয়েদের মধ্যে শতকরা ১২ ভাগ বন্ধুর সঙ্গে যৌন মিলনের অভিজ্ঞতা গ্রহণ করতো।
পারফেক্ট প্রেমিকা বাছবেন কীভাবে?
প্রেমিকা কেমন হওয়া উচিত? এ প্রশ্ন করলে নারীবাদীরা আপনাকে রে রে বলে
মারতে আসতেই পারেন। মেল শভিনিস্ট বলে গাল পাড়তে পারে। আসলে সঙ্গী নির্বাচন
করার ক্ষেত্রে পুরুষরা একটু খুঁতখুঁতেই হয়ে থাকেন। ডানা কাটা পরী না হলে
যেন চলেই না। বন্ধুদের হিংসার পাত্র হয়ে ওঠার মত প্রেমিকা না হলে চলে?
কিন্তু জানেন কী, এসবই বেহাৎ বাহ্যিক সৌন্দর্য। তাই বাইরের চাকচিক্যে মুগ্ধ
হয়ে প্রেমিকা নির্বাচন করে অনেকেই বিবাহ পরবর্তী জীবনে ভোগেন নানান
সমস্যায়। সম্পর্কে অশান্তি তো বটেই, বিয়ের পর পরিবারেও শুরু হয় অশান্তি।
তাই ‘পারফেক্ট’ প্রেমিকা নির্বাচনে পুরুষদেরকে একটু সতর্ক হওয়া উচিত।
পুরুষ নয়, মহিলাদেরই প্রিয় ‘হার্ড পর্ন’
নিউরোসায়েন্টিস্ট ওগি ওগাসের দাবি,
মহিলাদের নিয়ে তৈরি পর্ন ফিল্ম বা উত্তেজক ছবির প্রতি খোদ মহিলারা আকর্ষিত
না হলেও ছেলেদের নিয়ে তৈরি ‘হার্ডকোর পর্ন’ দেখে উত্তেজিত হন তাঁরা। ওগাসের
দাবি, মহিলাদের যৌন প্রত্যাশার এ এক চাঞ্চল্যকর দিক। যা সচরাচর ছেলেদের
মধ্যে দেখা যায় না। ছেলেরা সাধারণত ‘সফ্ট পর্ন’ দেখতে ভালবাসে। তুলনায়
মহিলারা ভালবাসেন ‘হার্ড পর্ন’। ওগাসের পাশাপাশি আর এক নিউরোসায়েন্টিস্ট
সাই গদ্দামেরও একই দাবি। সাই বলেন, ভিশ্যুয়াল পর্ন নিয়ে এক গবেষণায় এই তথ্য
উঠে এসেছে। তিনি এও বলেন, যে মহিলারা হার্ড পর্ন দেখতে ভালবাসেন, তাঁদের
যৌন আকাঙ্খাও অনেক বেশি হয়।
সেক্সের আগে আত্মবিশ্বাস বাড়ানোর টিপস
যে নারীকে নিয়ে হাজারো কল্পনার জাল বুনেছেন মনে মনে, তাঁকে সামনে পেলে
অনেকসময়ই কনফিডেন্স হারিয়ে ফেলেন পুরুষেরা। এমনকী, যে নারীর কথা উত্তেজিত
হন পুরুষেরা, অনেকসময় দেখা যায় তাঁকে একান্তে পেয়েও হতাশা-দ্বিধায় ভোগেন
পুরুষেরা। কারণ, প্রথমত তিনি একটা বিষয়ে নিশ্চিত হতে পারেন না, যে তাঁর
সঙ্গিনীকে সুখী করতে পারবেন কী না। ঘাবড়াবেন না। আপনার কনফিডেন্স বাড়ানোর
জন্য রইল বিশেষজ্ঞদের টিপস।
- আপনার সঙ্গিনী কিন্তু আপনার চেয়েও বেশি কল্পনাপ্রবণ। তিনি আপনার সঙ্গে মিলনের আগে বহুবার সে কথা তিনি মনে মনে ভেবে ফেলেছেন। আপনার সঙ্গে শয্যায় সে সবের পুনরাবৃত্তি করছেন মাত্র।
স্বাস্থ্যের পক্ষে ভাল সকালের যৌনমিলন
লন্ডনের বেলফাস্টের কুইন্স ইউনিভার্সিটি এক সমীক্ষায় জানিয়েছে- সকালবেলার
যৌন মিলন শরীরের সঙ্গে মনও ভাল রাখে৷ সমীক্ষায় এও জানা গেছে, সপ্তাহে
তিনদিন যদি ভোরবেলা যৌন মিলন করা যায়, তাহলে হৃদরোগে আক্রান্ত হওয়ার
সম্ভাবনা অর্ধেক করে দেয়৷ আর যদি এটি ঠিকমত করা যায় তাহলে ব্লাড প্রেশারের
মত মারাত্মক রোগ সারাতে সাহায্য করে৷ একটি বৈজ্ঞানিক পরীক্ষায় জানা গেছে
সপ্তাহে দুইদিন যদি ভোরবেলা যৌন মিলন করা যায়, তাহলে শরীরে অ্যান্টিবডি গঠন
করতে সাহায্য করে৷ সকালের যৌন মিলন আর্থারাইটিস ও মাইগ্রেনের মত রোগ
সারিয়ে তোলে বলে সমীক্ষাতে জানা গেছে৷ এমনকি,যারা ডায়াবেটিসের রোগী,
প্রিয় নারীকে আকর্ষণের সাতকাহন
নিজের সঙ্গিনীর কাছে ভালবাসা প্রদর্শন করার আগে তাকে নিজের কাছে আকর্ষিত
করতে হবে। আর তাঁর জন্য দরকার কিছু গুণ। যা আপনার মধ্যে আছে। শুধু তা উজার
করে দিতে হবে। চলুন জেনে নিই সেই উপায়গুলি কী?
ভালোবাসার প্রথম শর্তই হল সততা, আপনার প্রিয় মানুষটির নিকট সব সময় সৎ থাকুন। কোন কিছুই তার কাছে গোপন করার চেষ্টা করবেন না। প্রিয় মানুষটিকে তার দূর্বলতায় আঘাত করা যাবেনা। আপনাকে হতে হবে আত্মবিশ্বাসী। সব ধরনের মেয়ারা ব্যক্তিত্ব সম্পন্ন ও আত্মবিশ্বাসী ছেলেদের বেশী পছন্দ করে। প্রিয়তমার মানসিক ও শারীরিক চাহিদার প্রতি খেয়াল রাখুন। প্রিয়তমাকে নিজের ধনসম্পদের চেয়েও বেশি ভালোবাসতে হবে।
ভালোবাসার প্রথম শর্তই হল সততা, আপনার প্রিয় মানুষটির নিকট সব সময় সৎ থাকুন। কোন কিছুই তার কাছে গোপন করার চেষ্টা করবেন না। প্রিয় মানুষটিকে তার দূর্বলতায় আঘাত করা যাবেনা। আপনাকে হতে হবে আত্মবিশ্বাসী। সব ধরনের মেয়ারা ব্যক্তিত্ব সম্পন্ন ও আত্মবিশ্বাসী ছেলেদের বেশী পছন্দ করে। প্রিয়তমার মানসিক ও শারীরিক চাহিদার প্রতি খেয়াল রাখুন। প্রিয়তমাকে নিজের ধনসম্পদের চেয়েও বেশি ভালোবাসতে হবে।
ট্যাম্পুনের ব্যবহার জানুন ব্যবহার করুন
আমাদের দেশের মেয়েরা সাধারণত ন্যাপকিন ব্যবহার করে থাকে পিরিয়ডের
দিনগুলিতে। অবশ্য এদেশে এরই প্রচলন বেশি। তবে, আপনি কি জানেন, বিদেশে
মেয়েরা ট্যাম্পুন ব্যবহার করে, স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে। চলুন জেনে
নিই, ট্যাম্পুন সম্বন্ধে- ট্যাম্পুন হলো স্যানিটারী প্যাডের অন্যতম
বিকল্প। স্যানিটারী প্যাডসমুহ অনেক সময় ভাল ফিটিং হয় না এবং তা পরিবহন এবং
চেঞ্জেও অসুবিধা। তাই ট্যাম্পুন ব্যবহারের অনেক সুবিধা।
এটির শোষণ ক্ষমতা অনেক বেশি। কটন কাপড়ের হয়। এটার ফিটিং ভাল। এটির সাইজ ছোট বলে একসাথে অনেকগুলো ব্যাগে রাখা যায়।
এটির শোষণ ক্ষমতা অনেক বেশি। কটন কাপড়ের হয়। এটার ফিটিং ভাল। এটির সাইজ ছোট বলে একসাথে অনেকগুলো ব্যাগে রাখা যায়।
ফোন-ওয়েবক্যাম সেক্স ছেড়ে বিশ্ব মজেছে সেক্টিংয়ে
সেলফির জনপ্রিয়তাকে পিছনে ফেলে দ্রুতই
উঠে আসছে সেক্সটিং। এর উৎপত্তি বেশ কিছুদিন আগে হলেও, পুরনো চাল এখনও ভাতে
বাড়ছে। সেক্সটিংয়ের প্রবণতা ভারতীয়দের মধ্যেও দাবানলের মত ছড়িয়ে পড়ছে বলে
দাবি করছে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি এক মার্কিন ওয়েবসাইট। তাদের দাবি,
ওয়েবক্যামের মাধ্যমে সেক্স ভিডিও শ্যুট করে পাঠানো বা উত্তেজক ছবি পাঠানোর
চেয়েও এখন বেশি জনপ্রিয় সেক্সটিং। ১০০ শতাংশ মানুষের মধ্যে ৩৭ শতাংশেরই
প্রিয় সেক্সটিং। ওয়েবক্যাম সেক্স ৩০ শতাংশ ও ফোন সেক্সের জনপ্রিয়তা ২৬
শতাংশ।
স্ত্রী’র সতীত্ব নিয়ে চিন্তিত!
বিয়ের আগে হবু স্ত্রীকে তাঁর শিক্ষাগত যোগ্যতা, রান্নায় পারদর্শিতা
নিয়ে প্রশ্ন করাই যায়। কিন্তু তাঁর সতীত্ব নিয়ে? নৈব নৈব চ! কিন্তু
সমীক্ষায় দেখা গিয়েছে, হবু স্ত্রীয়ের সতীত্ব নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত হন
ভারতীয় পুরুষরা।
ভারতীয়রা বিয়েতে তখনই সবচেয়ে সুখী হন, যখন জানতে পারেন তাঁর স্ত্রী’র
সতীত্ব অটুট রয়েছে। কিন্তু এ নিয়ে বিতর্ক বহুদিনের। ভারতীয়দের মধ্যে একটি
প্রবাদ রয়েছে, ফুলশয্যার রাতের পর নাকি ছেলেদের মায়েরা এসে বৌমাদের খাটের
চাদর দেখে যেতেন। চাদরের রঙ সাদাই রয়ে গেলে নাকি তাদের মুখ ব্যাজার হয়ে
যেত। কিন্তু আজ সময় পাল্টেছে।
ফোন সেক্সের ভাল-মন্দের টিপস!
শারীরিক সম্পর্কের বিকল্প ফোন সেক্সকেই ধরা হয়। এই ফোন সেক্স হয়তো
বর্তমান যুগে কারও অজানা নয়। বর্তমান তরুণ প্রজন্মের যারা সেক্সুয়াল
রিলেশনে আগ্রহী বা অভ্যস্ত তারা প্রায়ই তাদের দু’জনের চাহিদা মেটানোর জন্য
ফোন সেক্স করে থাকেন। এছাড়া লং ডিস্টেন্স রিলেশনেও ফোন সেক্স বেশ
প্রয়োজনীয়। সঙ্গিনীর মুখ থেকে সেক্সের কথা শুনে যেকোন ছেলেই কিছুটা হলেও
টার্ন অন হয়ে যায়। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তাই নিম্নে ফোন সেক্সের
কিছু দিক তুলে ধরা হল৷
ফোন সেক্সের কিছু দিক:
ফোন সেক্সের জন্য এমন একটা সময় বেছে নেওয়া উচিৎ, যখন কেউ বিরক্ত করবে না। নিরবিচ্ছিন্নভাবে দু’জন দুইজনকে সময় দিতে পারবেন৷ মজা দিতে পারবেন।
ফোন সেক্সের কিছু দিক:
ফোন সেক্সের জন্য এমন একটা সময় বেছে নেওয়া উচিৎ, যখন কেউ বিরক্ত করবে না। নিরবিচ্ছিন্নভাবে দু’জন দুইজনকে সময় দিতে পারবেন৷ মজা দিতে পারবেন।
জেনে নিন (ফোন সেক্সের খুটিনাটি)
ফোন সেক্স এর নতুন করে কোন সংজ্ঞা দেওয়ার নেই। সবাই কম বেশি জানে। তবুও এ সম্পর্কে কিছু বলছি, স্পেশালি তাদের জন্য যারা ফোন সেক্স সম্পর্কে তেমন অভিজ্ঞ নয় এবং সেক্সুয়াল রিলেশনের ক্ষত্রে নতুন তাদের একটু হলেও সাহায্য করার জন্য। এখন তরুন প্রজন্মের যারা সেক্সুয়াল রিলেশনে আগ্রহি বা অভ্যস্ত, তাদের জন্যে প্রতিদিন সেক্সকরার জায়গা বের করে দেখা করাটা বেশ কঠিন। তাই দুজনের চাহিদা মেটানোর জন্য ফোন সেক্স কিছুটা হলেও সাহয্য করতে পারে। এছাড়া লং ডিস্টেন্স রিলেশনেও ফোন সেক্স বেশ প্রয়োজনীয়,এমন কি স্বামী স্ত্রীর সম্পর্কেও।
"সন্তানদের আদর্শ ভাবে গড়ার কারিগরি শিখুন"
সন্তান মানুষের জীবনে কতটা গুরুত্ব রাখে,এবং সন্তানের অভাব পৃথিবীর অন্য
কোন সম্পদ দ্বারা অপূরণীয় তা একমাত্র যার সন্তান নেই সে ভূক্তভূগিরাই
জানেন।যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন তারা সবাই চান তার সন্তান
যেন শুসন্তান হিসেবে গড়ে উঠে। সন্তান লালন পালনে কিছু নির্দেশনাঃ কুরআনে
কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেনঃ-হে ঈমানদ্বারগণ তোমরা নিজেদেরকে এবং
তোমাদের পরিবার কে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা কর।(তাহরীম-৬)
নিজেদের রক্ষা করবো আল্লাহর আদেশ মেনে নিষেধ থেকে বিরত থেকে।আল্লাহ তাআলার অসন্তুষ্টি ও শাস্তিযোগ্য কাজ থেকে তাওবা করে। আর পরিবার ও সন্তানদের রক্ষা করবো তাদের প্রকৃত লালন পালন,আদর্শ শিক্ষায় শিক্ষিত করে,তাদের কে আল্লাহর আদেশ নিষেধ মানতে বাধ্য করে। আপনার সন্তানকে শুসন্তান হিসেবে গড়ে তুলতে নিম্নের দিকনির্দেশনা গুলো কাজে আসবে।
নিজেদের রক্ষা করবো আল্লাহর আদেশ মেনে নিষেধ থেকে বিরত থেকে।আল্লাহ তাআলার অসন্তুষ্টি ও শাস্তিযোগ্য কাজ থেকে তাওবা করে। আর পরিবার ও সন্তানদের রক্ষা করবো তাদের প্রকৃত লালন পালন,আদর্শ শিক্ষায় শিক্ষিত করে,তাদের কে আল্লাহর আদেশ নিষেধ মানতে বাধ্য করে। আপনার সন্তানকে শুসন্তান হিসেবে গড়ে তুলতে নিম্নের দিকনির্দেশনা গুলো কাজে আসবে।
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
আপনার কম্পিউটার এর হার্ড ড্রাইভ লুকিয়ে ফেলুন এভাবে…
পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজকের লেখালেখি, শুরুতে সবাইকে
জানাই আমার সালাম ও শুবেচ্ছা সবাই কেমন আছেন আসা করি সবাই খুবই ভাল আছেন…….
আজকে আপনাদের জন্য আরও একটি মজার টিউন নিয়ে আসছি দেখে মজা পাবেন চলুন তাহলে কাজটা খুব দ্রুত সেরে ফেলি…….
১। আপনি প্রথমে start menu bottom এ click করে Run এ গিয়ে অথবা্ keyboard থেকে এই key(start bottom + r )টি চাপলে Run আসবে
২। এর পর এতে gpedit.msc লিখে ok করলে Group Policy Object পেইজটি আসবে
আজকে আপনাদের জন্য আরও একটি মজার টিউন নিয়ে আসছি দেখে মজা পাবেন চলুন তাহলে কাজটা খুব দ্রুত সেরে ফেলি…….
১। আপনি প্রথমে start menu bottom এ click করে Run এ গিয়ে অথবা্ keyboard থেকে এই key(start bottom + r )টি চাপলে Run আসবে
২। এর পর এতে gpedit.msc লিখে ok করলে Group Policy Object পেইজটি আসবে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)