প্রেমিককে স্বপ্নের রাজকুমার ভেবে নিয়েই তার সঙ্গে বিয়ে৷ মনে মনে
মেয়েরা ভাবেনমনের মানুষটিকে যখন বিয়ে করেছেন তখন জীবনে আর খুব এক ঝক্কি
ঝামেলা পোহাতে হবে না৷ কিন্তু বাস্তবে ঘা ঘটে তা কল্পনা করতে পারেননা অনেক
মেয়েই৷ প্রেম বিবাহের পর মনের মানুষটির এমন কিছু অজানা তথ্য বেড়িয়ে আসে
যা তারা আগে কোনোও দিনও ভাবেননি৷
- বিয়ের আগে বেশির ভাগ মেয়েই জীবনে রুপকথার সঙ্গে তুলনা করেন৷ বিশেষ
করে মনের মানুষকে বিয়ে করার সময়ও তার জীবনে এমনই ভাবনায় আনাগোনা লেগে
থাকে৷ কিন্তু বিয়ের পরেই বাস্তবে পা রাখেন মেয়েরা৷ সব মেয়েদেরই জেনে
রাখা প্রয়োজন জীবনে সবসময়ই যে সুখ স্থায়ী থাকবে তা নয়৷ ভাল মন্ড
মিশিয়েই জীবন৷
- বিয়ের আগে মেয়েরা মনে করেন তার প্রেমিকটিই তাকে সবচেয়ে বেশি
ভালবাসেন৷ কিন্তু সেই প্রেমিককে বিয়ে করেই শ্বশুরবাড়িতে পা রেখে মেয়েরা
আসল সত্য বুঝতে পারেন৷ তা হল পৃথিবীতে বাবা মায়ের চেয়ে বেশি কেউ ভালবাসতে
পারেনা৷ বিয়ের আগে যে মেয়েরা প্রেমের জন্য বাবা মাকে কষ্ট দেন বিয়ের পর
তারা এই কারণে আরও বেশি কষ্ট পান৷
- প্রেম করার সময় আপনার পুরুষ সঙ্গীটি নিশ্চয়ই আপনাকে বলেন, ‘তুমি সবার
চেয়ে আলাদা’৷ এই প্রেমিক যখন স্বামী হবেন তখন তার কথা হব, ‘তোমরা সব
মেয়েই এক রকম’৷ আসল সত্য এটাই৷ পুরুষরা সব মহিলাকেই একই রকম বলে মনে করেন৷
প্রেমিক স্বামী হলেই পরিস্থিতি বদলে যায়৷
- প্রেমের সময় সঙ্গীকে অসম্ভব স্মার্ট ও চনমনে মনে হলেও বিয়ের পর তাকেই
বোরিং মনে হতে পারে৷ আর ছুটির দিন হলে তো কথাই নেই৷ বিয়ের পর, ছুটির
দিনেও স্বামী আরাম করে আর সংসার সামলাতে হিমশিম খান মেয়েরা৷
- প্রেমের সময় মুখে যাই বলে থাকুক না কেন দেখবেন আপনার প্রেমিক স্বামীতে
রূপান্তরিত হওয়া মাত্রই মায়ের আজ্ঞাকারী পুত্র হয়ে উঠবে৷ বিয়ের পর
তারা যেমন মায়ের আদেশ অনুমতি ছাড়া কিছুই করতে আপারগ হয়ে ওঠে৷ এমনকি
স্ত্রীকে নিয়ে বাইরে যেতে হলেও তার মায়ের অনুমতির প্রযোজন পরে৷ স্বামীদের
মধ্যে এই প্রবণতা মূলত প্রেম বিবাহের ক্ষেত্রেই দেখা যায়৷
- বিয়ের আগে মনে মনে অনেক স্বপ্ন দেখেন, দুজনে মিলে সংসার সাজাবেন৷
আপনার স্বামী আপনার হাতে হাতে মস্ত কাজ করে দেবেন৷ তবে এমন কথা মন থেকে
মুছে ফেলুনষ বাস্তব জীবনে এটা মোটেও হয়না৷ স্বামী অফিস বা ব্যবসার দোহাই
দিয়ে বাড়িতে এসে বিশ্রাই করেন৷ আর স্ত্রীকে অফিস সেড়েও সংসার সামলাতে
হয়৷
- বিয়ের কিছুদিন পরেই মেয়েরা যে চরম সত্যির মুখোমুখি হগন তা হল,
স্বামীর কাছে স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর সব মহিলাই সুন্দর৷ প্রেমের সময় যটে
মানুষটি কেবল আপনার দিকেই তাকিয়ে থাকত বিুয়ের পর দেখবেন আপনার দিকে ফিরে
তাকাবার সময় নেই তার৷
- স্ত্রীয়ের বন্ধু বান্ধবদের নিয়ে হিংসে করেন বেশিরভাগ স্বামী৷ বিয়ের
আগে থেকেই আপনার বন্ধুদের চেনেন যিনি বিয়ের পর তিনিই আকারণে তাদেরকে হিংসে
করতে শুরু করেন৷ আর আকারণে সন্দেহের ফলে ঝামেলা বেড়েঅ চলে৷
- প্রেম বিবাহ হওয়া মানেই জীবনের চাপ অনেক বেশি বেড়ে যায়৷ মনে হয়
সকলই নদর যেন আপনার দিকেই আটকে৷ শ্বশুরবাডির দিক থেকেই চাপ কম নয়৷ এই
কারণেই সব সময় চলে যায় সংসার সামলাতে৷ নিজের জন্য আলাদা করে সময় বের
করা যায়না৷ আর অতীত সে কথা ছেড়েই দিন, তার সঙ্গে সম্পর্ক একেবারেই আর
থাকেনা৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :