মোটা পুরুষদের আর লজ্জার কোন কারণ নেই৷ কারণ নতুন এক গবেষণায় দেখা
গেছে, যে পুরুষদের বড় ভুড়ি রয়েছে তারা নাকি যৌনতায় বেশি পারদর্শী হন৷
তুরস্কের ইউনিভার্সিটি অফ কাসিরির এক দল গবেষক জানিয়েছেন এই তথ্য৷
গবেষকেরা জানিয়েছেন, যাদের ভুড়ি বড় তাদের দেহে চর্বি বেশি থাকে৷ আর
যাদের দেহে চর্বি বেশি তাদের দেহে অ্যাস্ট্রাডেওল বেশি থাকে৷ এটি পুরুষদের
সেক্স হরমোনের একটি অংশ৷ এই হরমোনটি নারীদের যৌনতায়ও চরম তৃপ্তি এনে দেয়৷
এথেকেই প্রমাণিত যে, মোটা পুরুষরা নারীদের চরম যৌনসুখ দিতে পারেন৷
এই গবেষণায় পুরুষদের বডি মাস ইনডেক্সের (বিএমআই) সঙ্গে যৌনতায় তাদের
পারদর্শিতা তুলনা করে দেখেন৷ দেখা গেছে, বড় আকারের ভুড়িসহ যাদের ওজন বেশি
তারা অন্যান্যদের তুলনায় দীর্ঘক্ষণ উত্তেজনা ধরে রাখতে পারেন৷ গবেষকেরা
আরও জানান, বিএমআই পুরুষের যত বেশি থাকে, সেই পুরুষের যৌনক্ষমতাও তত বেশি
বৃদ্ধি পায়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :