picture

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

পুরুষদের ম্যাগাজিন পড়লে ক্ষতি হয় টিন-এজারদের যৌনজীব

bdadvise.blogspot.com
পুরুষদের ম্যাগাজিন পড়ার অত্যাধিক শখ কিন্তু আপনার স্বাভাবিক যৌনজীবনে অভিশাপ হয়ে দেখা দিতে পারে। বিশেষত আপনি যদি একজন টিন এজার হন।
ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষকের পর্যবেক্ষণ, পুরুষদের ম্যাগাজিনের প্রতি অত্যাধিক আকর্ষণ টিন-এজারদের অবাঞ্ছিত যৌন চাহিদা বাড়িয়ে তোলে। পাল্টা মহিলাদের ম্যাগাজিন কিন্তু টিন এজ মেয়েদের সেক্স নিয়ে আরও সতর্ক করে তোলে।
মিডিয়ায় যা দেখায় ও পড়া হয়, তা কিশোরদের মস্তিষ্কে ব্যাপক প্রভাব ফেলে, বলছেন ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এডওয়ার্ড মুরো। গবেষণা বলছে, পুরুষদের
ম্যাগাজিনে মহিলাদের যেভাবে পণ্য হিসেবে দেখানো হয়, তাতে কিশোররা মহিলাদের সহজলভ্য ভেবে ফেলেন। অনেকসময়ই এইসমস্ত ম্যাগাজিনে সেক্সের এমন অনেক গল্প থাকে, যার সঙ্গে বাস্তবের কোনও মিল থাকে না। এতে পাঠকদের মনে যৌন মিলন নিয়ে নানান ভুল ধারনা তৈরি হয়। তাই বিশেষজ্ঞরা এই ধরনের ম্যাগাজিন পড়া এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।
======================================================================

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :