picture

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

বক্ষবন্ধনীতে নেই ক্যান্সারের ভয়


bdadvise.blogspot.com
বয়স্ক মহিলাদের বক্ষবন্ধনী ব্যবহারের সঙ্গে ক্যান্সারের কোনও যোগ নেই। নয়া এক গবেষণায় উঠে এল এই তথ্য। মহিলাদের মধ্যে একটি ধারণা প্রচলিত রয়েছে, মেনোপজ শেষ হয়ে যাওয়ার পর ব্রায়ের ব্যবহার ক্যান্সার ডেকে আনতে পারে। কিন্তু এই ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই জানিয়ে দিলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ এপিডেমিওলজির গবেষক লু চেন। লু চেন জানিয়েছে, সারাদিনে যতক্ষণই একজন মহিলা ব্রা পরে থাকুন না কেন, তাঁর মধ্যে ক্যান্সারের প্রবণতা বিন্দুমাত্র বাড়ে না।
যদিও মেনোপজ শেষ হওয়ার পরেই মহিলাদের মধ্যে ক্যান্সারের প্রবণতা বাড়ে বলে জানাচ্ছেন গবেষকরা
শতাধিক মহিলাদের বক্ষবন্ধনী ব্যবহার করার প্যাটার্ন নিয়ে এক সমীক্ষা চালান। তাদের বক্ষন্ধনীর আকৃতি, দিনে কত ঘণ্টা তা পরে থাকেন-সহ নানান বিষয় নিয়ে সমীক্ষা চালান। সেই সমীক্ষাতেই দেখা গিয়েছে কোনও প্যাটার্নেই ব্রা পরলে ক্যান্সারের প্রবণতা বাড়ে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :