‘‘তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥’’
প্রেমের তো কোন নির্দিষ্ট স্থান নেই। স্থান কাল দেখে প্রেম হয় না। হয় কেবল পাত্র দেখে।আর সেই পাত্রটি যদি হয় আপনার অফিসের কর্মচারী।তাহলে কি করবেন? প্রেমই করবেন।অফিস বলতে আমি আপনি বুঝি, মিটিং, ডেডলাইন, প্রজেক্ট। এই কাজের চাপেও প্রেম করা যায়। আপনার পছন্দের মানুষটি যদি আপনার অফিসের হন তাহলে তো আপনি আর অফিস ছেড়ে প্রেম করবেন না। অফিসে বসেই কাজের পাশাপাশি সম্পর্ককে টিকিয়ে রাখতে হবে। কারণ,জীবনে সব কিছুর প্রয়োজন আছে। চলুন জেনে নিই এমনটা হলে কী করবেন আর কী করবেন না-
যা করবেন:
- আপনার সঙ্গী যদি ঊর্ধ্বতন হন,তাহলে তাঁর সঙ্গে সেরকম ব্যবহার করুন। আর অধস্তন হলে কাজের ব্যপারে টুকিটাকি সাহায্যও করুন।
- একে অপরের সঙ্গে সহজ ভাবে মিশুন। কারোর যেন মনে না হয় যে, আপনারা গল্প গুজব করে সময় নষ্ট করছেন।
- দিনের শেষে সময় নিন ফোনে কথা বলার জন্য।
- অফিসের পর সঙ্গীর সঙ্গে সময় কাটান।
- বাকি সহকর্মীদের সঙ্গে স্বাভাবিক ভাবে মিশুন।
যা করবেন না:
- আবেগকে প্রশ্রয় দেবেন না।
- অযথা গল্প করবেন না।
- অফিসে বসে ঘনঘন মোবাইলে চ্যাট করবেন না।
- কোনরকম কনফিডেনশিয়াল কথা আলোচনা করবেন না অফিস চলাকালীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :