নিউরোসায়েন্টিস্ট ওগি ওগাসের দাবি,
মহিলাদের নিয়ে তৈরি পর্ন ফিল্ম বা উত্তেজক ছবির প্রতি খোদ মহিলারা আকর্ষিত
না হলেও ছেলেদের নিয়ে তৈরি ‘হার্ডকোর পর্ন’ দেখে উত্তেজিত হন তাঁরা। ওগাসের
দাবি, মহিলাদের যৌন প্রত্যাশার এ এক চাঞ্চল্যকর দিক। যা সচরাচর ছেলেদের
মধ্যে দেখা যায় না। ছেলেরা সাধারণত ‘সফ্ট পর্ন’ দেখতে ভালবাসে। তুলনায়
মহিলারা ভালবাসেন ‘হার্ড পর্ন’। ওগাসের পাশাপাশি আর এক নিউরোসায়েন্টিস্ট
সাই গদ্দামেরও একই দাবি। সাই বলেন, ভিশ্যুয়াল পর্ন নিয়ে এক গবেষণায় এই তথ্য
উঠে এসেছে। তিনি এও বলেন, যে মহিলারা হার্ড পর্ন দেখতে ভালবাসেন, তাঁদের
যৌন আকাঙ্খাও অনেক বেশি হয়।
শয্যায় নিজের সঙ্গীকে অনেক বেশি উত্তেজনার
যোগান দিতে সক্ষম হন তাঁরা। অল্টার ডট নেট বলে এক ওয়েবসাইটে সাইয়ের দাবি,
হার্ড পর্নের প্রতি আসক্ত মহিলারা রতিক্রিয়ার সময় দু’রকম ভূমিকাতেই
স্বাচ্ছন্দ্য। পুরুষের দ্বারা শাসিত হতে ও পুরুষকে শাসন করতে-দুই’ই
ভালবাসেন তাঁরা। এই দুই বিজ্ঞানী এই নিয়ে একটি বইও লিখেছে যার নাম ‘অ্য
বিলিয়ন ইউকেড থট’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :