- পার্টি করে ফেরার পর অ্যালকোহলের ঠ্যালায় ‘অ্যাড্রিনালিন রাশ’ বেড়ে যায়। সেই সময় বান্ধবীকে কাছে পাওয়ার ইচ্ছে বেড়ে যায় অনেকেরই। কিন্তু একে পানীয়, তার উপর সঙ্গে ভাজাভুজি খাওয়ায় মুখ থেকে বিকট গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় বান্ধবীকে কাছে পেতে জোর করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।
- নারী শরীর বরাবর কোমল। তাই মিলনের সময় অনভিজ্ঞতার জেরে এমন কিছু করবেন না যাতে আপনার সঙ্গী আঘাত পান।
- যৌন উত্তেজক ছবিতেই কিছু কিছু পজিশন মানায়। কারণ, সেখানে যাঁরা অভিনয় করেন তাঁরা পেশাদার। আপনার সঙ্গী কিন্তু আপনার সঙ্গেই শয্যায় যেতে রাজি হয়েছে। তাঁকে জোর করে এমন কোনও শৃঙ্গার করতে বাধ্য করবেন না যা তাঁর শরীরকে কষ্ট দেয়।
- সঙ্গীর সঙ্গে মিলনের সময় অনেকেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখতে চান। কিন্তু তা করার আগে অবশ্যই বান্ধবীর সম্মতি নিন। পরে এই অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেলের চেষ্টা করা কিন্তু আপনার পুরুষত্ব প্রমাণিত করে না।
- ফেসবুক-জিমেল-হোয়াটস অ্যাপের চ্যাটবক্সে অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা যৌনাঙ্গের ছবি তুলে পাঠানোর আগে দ্বিতীয়বার ভাবুন। অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন?
- সঙ্গীর সঙ্গে মিলিত হওয়ার আগে খানিকটা ফোরপ্লে করুন। এতে আপনারা দু’জনেই উত্তেজিত হবেন। প্রথমেই মিলন প্রক্রিয়া শুরু করে দিলে উত্তেজনাটাই মাটি।
- বিয়ের আগে বান্ধবীর সঙ্গে মিলন আজকাল প্রায় জলভাত। কিন্তু যা করবেন, অবশ্যই সাবধানে। নিরোধ ব্যবহার করুন। বান্ধবীকে সবসময় গর্ভনিরোধক খেতে জোর করবেন না। এতে বিয়ের পরে নানান সমস্যা দেখা দিতে পারে।
- ‘ওয়ান ওয়েম্যান ম্যান’ হোন। সঙ্গীর প্রতি সৎ থাকুন। এক বান্ধবীকে না জানিয়ে আরেক বান্ধবীর সঙ্গে মিলিত হওয়া আসল পুরুষত্বের পরিচয় নয়। বরং নিজের সঙ্গীর প্রতি সৎ থাকাটাই দায়িত্বের পরিচয়।
- মিলনের আগে বা পরে, কখনই নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে এক্স গার্লফ্রেন্ডের তুলনা টানবেন না। আপনার সঙ্গিনীর প্রতি এটা ঘোরতর অপমানজনক।
- যেখানে সেখানে, পাবলিক প্লেসে, পার্কে একগাদা লোকের সামনে বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য জোরাজুরি করবেন না। এতে প্রাইভেসি নষ্ট হয়।
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সেক্সের ১০টি সহজপাঠ
সম্পর্কে জড়িয়ে পড়ার পর পুরুষরাই মিলনের জন্য প্রথমে ইচ্ছে প্রকাশ করেন,
একথা তো সকলেই দাবি করেন। কিন্তু বেশিরভাগ পুরুষই মিলনের সহজ কয়েকটি নিয়ম
জানেন না। তাদের জন্য রইল কয়েকটি সহজেই মেনে চলা যায় এমন টিপস।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :