picture

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪

আপনার কম্পিউটার এর হার্ড ড্রাইভ লুকিয়ে ফেলুন এভাবে…

পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজকের লেখালেখি, শুরুতে সবাইকে জানাই আমার সালাম ও শুবেচ্ছা সবাই কেমন আছেন আসা করি সবাই খুবই ভাল আছেন…….
আজকে আপনাদের জন্য আরও  একটি মজার টিউন নিয়ে আসছি দেখে মজা পাবেন চলুন তাহলে কাজটা খুব দ্রুত সেরে ফেলি…….
১। আপনি প্রথমে start menu bottom এ  click করে Run এ গিয়ে অথবা্ keyboard থেকে এই  key(start bottom + r  )টি  চাপলে Run আসবে
২। এর পর এতে  gpedit.msc  লিখে ok করলে Group Policy Object পেইজটি আসবে

৩। এখান থেকে User configuration এ  click করে Administrative templates এ  click করে Windows components এ  click করে Windows Explorer এ  click করে Hide these specified drive in My Computer এ  click করে Enabled  করে দিলে দেখবেন
৪। আপনার  কম্পিউটারের ড্রাইভ গুলো হাওয়া হয়ে গেছে……
৫। আবার যদি ড্রাইভ গুলো Show   করতে চান তাহলে আবার আগের জায়গায় গিয়ে  NotConfigured এ  click করে  ok করলে  হয়ে যাবে কাজ…………….নিচের চিত্রে দেখুন….

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :