bdadvise.blogspot.com
চারিদিকে যখন সেক্স র্যাকেট নিয়ে এত গুঞ্জন৷ তখন জানিয়ে রাখা ভাল
দেহব্যবসা চলছে কিন্তু একমাত্র পুরুষের দয়াতেই৷ অনেকে বলতেই পারেন জিগোলো
প্রথা এখনও বাড়ছে৷ কিন্তু তবুও যৌন পল্লীতে পুরুষ খদ্দেরদেরই রমরমা৷ সকলে
বলবেন পারিবারিক জীবনে সুখ শান্তির অভাবেই একজন পুরুষ যৌনপল্লির রঙিন আলোয়
রাঙিয়ে তুলতে চান তার জীবন৷ কিন্তু যারাই পতিচালয়ে যান সেই সব পুরুষের
জীবনের গল্পটা কি একই? যদিও সেটা নিয়ে ভিন্ন পুরুষের ভিন্ন মতামত৷ বিবাহত
জীবনে সমস্যা বা জীবনের নিরাশা দূর করার পাশাপাশি অতিরিক্ত যৌন খিদে
মেটাতেও বেশির ভাগ পুরুষই একজন পতিতার আশ্রয় নেন৷ এমনও কিছু পুরুষ রয়েছে
যারা দীর্ঘদিন ধরে একজন পতিতার কাছেই যান৷ যে সব পুরুষরা যৌনকর্মীদের
আশ্রয় নেন তাদের ছবি মোটামুটি
একই ধরণের, কিন্তু তারা এই কাজের জন্য কি
যুক্তি দেন?
ফ্রেড ও লারা প্রায় ছয় বছর ধরে একে অপরকে চেনে৷ কিন্তু তফাৎ একটাই যে
লারার সঙ্গে সময় কাটাতে ও সহবাস করার জন্য টাকা দেয় ফ্রেড৷ সহবাসের জন্য
টাকা দেওয়া ঠিক কিনা তা নিয়ে দুজনে মাঝে মধ্যে ঝগড়াও করে৷
চাকরি ছাড়ার পর ইন্টারনেটের মাধ্যমেই লারার সঙ্গে আলাপ হয় ফ্রেডের৷ তাদের
দুজনের মধ্যে খুব ভাল একটা সম্পর্ক তৈরি হয়৷ লারা বলেন, ‘আমি দেখা করতে
আসার আগেই ফ্রেড আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয়’৷
অন্যদিকে রবার্টের জীবন আবার বেশ খানিকটা অন্য৷ বেশ কয়েকবছর হল তার বিয়ে
হয়েছে৷ রবার্ট বলেন, ‘আমি সেক্স খুব পছন্দ করি কিন্তু আমার যার সঙ্গে
বিয়ে হয়েছে সে সেক্স তো দূরের কথা জড়িয়ে ধরা বা চুমু খাওয়াও পছন্দ করে
না৷ যদিও জীবনসঙ্গীনি হিসেবে ও খুব ভাল’৷ তিনি আরও বলেন, ‘আমি বিবাহবন্ধনে
আবদ্ধ থাকতে চাইতাম৷ এই কারণেই আমাকে বাধ্য হয়ে টাকার বিনিময়ে যৌনতা
কিনতে হয়েছে৷’ রবার্টের মত অনেকেই মনে করেন সম্পর্কের জটিলতা কাটাতে এটি
একটি ভাল উপায়৷
যদিও গ্রাহাম জানিয়েছেন, ‘এটা সত্যিই খুব রোমান্টিক আর এতে মনে হয় যেন এক
মিনিটে একটা গোটা সম্পর্ক তৈরি হওয়া’৷ গ্রাহামের মতোই অপর একজন হলেন
সাইমন৷ লাজুক হওয়ার কারণেই মহিলাদের সঙ্গে সহজে মেশাটা তার কাছে চিরকালই
ছিল দুঃসাধ্য৷ সাইমন বলেন, ‘সহবাসের জন্য আমার প্রবল ইচ্ছা হয়৷ কিন্তু
শুধু সাময়িক আনন্দের জন্য আমি এটা করিনা৷ আসলে ওই মুহুর্তে কিছু সময় যদি
আমি একজন মহিলার সঙ্গে কাটাতে না পারি তাহলে আমি নিজেকে শারীরিক ভাবে
অসুস্থ বলে মনে করতে থাকি৷’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :