picture

রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪

পর্ন দেখার সময় ছেলেরা যা ভাবে!




বাড়িতে একলা থাকলে, বা বন্ধুদের সঙ্গে অ্যাডাল্ট পার্টিতে পর্ন দেখতে পছন্দ করে না-এমন টিন এজার হাজারে একটা মেলে। এই প্রতিবেদন কিন্তু কোনওভাবেই পর্ন দেখাকে সমর্থন করে না। বিখ্যাত বিনোদনমূলক পত্রিকা মেট্রোয় প্রকাশিত পর্ন দেখার সময় ছেলেদের কী কী মনে হয়, তাই তুলে আনা হল আমাদের পাঠকদের জন্য-
  • ল্যাপটপের সার্ফিং হিস্ট্রি ডিলিট করতেই হবে। কেউ যেন না জানতে পারে।
  • কেউ বাড়ির জানালা থেকে দেখে ফেলবে না তো!
  • ব্যাস, মাত্র ১৫ মিনিট দেখব। আর নয়। তারপরেই কাজে মন দেব।
  • ধ্যুৎ। এই মেয়েটা মোটেই সেক্সি নয়।
  • কতদিন পর্ন দেখিনি।
  • এই পজিশনটা মোটেই ভাল নয়।
  • এত সুন্দরী মেয়ে আমার চারপাশে দেখতে পাই না কেন?
  • পর্ণের নায়িকা মোটেই উত্তেজনা অনুভব করছে না। এটা ঠিক নয়।
  • ছিঃ। এটা বড্ড নোংরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :