picture

রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪

সেক্সের সময় পুরুষদের যা না পসন্দ!

মিলনের সময় শয্যায় সঙ্গিনীর কাছে পুরুষরা যা যা শুনতে একেবারেই পছন্দ করেন না। বিখ্যাত লাইফ স্টাইল পত্রিকা মেট্রো-র পাতায় এরকম কয়েকটি মজাদার কথার হদিশ তুলে আনলাম আপনাদের জন্য।
‘অন্তর্বাস নোংরা কেন?’-মিলনের সময় শয্যাসঙ্গিনীর কাছ থেকে এই কথাটি শুনতে পুরুষরা একেবারেই পছন্দ করেন না।
‘আজ মুড নেই।’- মহিলাদের মুখে এই কথাটি শুনতে কোনও পুরুষ শুনতে পছন্দ করেন, এমন নজির নেই।
‘লাভ বাইট না’ –অনেক পুরুষ মনে করেন, মিলনের ক্যাটালিস্ট হল লাভ বাইট। তাই যখন মহিলারা লাভ বাইট পছন্দ করেন না, তখন পুরুষরা মিলনে আর আকর্ষণ বোধ করেন না।

‘আজ একটু গল্প করি।’- উদ্দীপক মিলনের সময় পুরুষরা বোধহয় এই কথা শুনতেই সবচেয়ে অপছন্দ করেন।
‘তোমার বন্ধুরা তাদের বান্ধবীকে এর থেকে বেশি ভালবাসে’- কোনও পুরুষ তাঁর সঙ্গিনীর মুখে, বিশেষত মিলনের সময় অন্যের প্রশংসা শুনতে পছন্দ করেন না।
‘তুমি বড্ড অলস’- এই কথা শুনলে পুরুষরা মনমরা হয়ে পড়েন।
‘তুমি মাঝপথে ঘুমিয়ে পড়েছিলে কাল।’- এ কথা শুনলে লজ্জায় পড়ে যান পুরুষরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :