picture

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫

প্রশ্ন ও সমস্যার সমাধান-3


প্রশ্নঃ- পায়ু সঙ্গম কতটা হিতকর।
উত্তরঃ- অনেক পুরুষের কাছেই এটা আনন্দজনক। তবে এর কিছু সমস্যা আছে। অনেক সময় পায়ু পথে এতে ইনফেকশন হতে পারে। তবে সমকামী পুরুষদের জন্য এই সমস্যা খুব একটা তাদের চিন্তিত করে তোলে না। তবে স্ত্রীর সাথে সঙ্গমে সতর্ক হওয়া উচিত কেন না এতে আপনার স্ত্রী পায়ুতে ব্যথা পেতে পারে।

প্রশ্নঃ- আমি আমার স্ত্রীর কিছু নগ্ন ছবি তুলেছি যা মাঝে মধ্যেই দেখে উত্তেজিত হই। আমার স্ত্রী ব্যাপারটি পছন্দ করে না। আদতেও কোনো সমস্যা আছে কি?
উত্তরঃ- ঘরের স্ত্রীর নগ্ন ছবি তোলার মানে আমার কাছে পরিস্কার নয়। এটি এক ধরনের অসুস্থতা। আমার মনে হয় আপনার উচিত এই অভ্যাস ত্যাগ করা। কেননা আপনার স্ত্রী এটা পছন্দ করে না।
প্রশ্নঃ- আমি যৌনমিলনের পূর্বে নানা রকম ক্রীড়া পছন্দ করি। অথচ আমার সঙ্গিনী এটি চায় না। ব্যাপারটি কতটা সঙ্গত?
উত্তরঃ- আপনাদের পারস্পারিক সৌহার্দ্য কতটুকু রয়েছে তা জানতে পারলে ভালো হতো। যৌনক্রীড়া সবসময়ই কার্যকর অধিক যৌনানন্দেন জন্য । মনে রাখুন যে, যৌন সঙ্গিনীর ইচ্ছারও একটা ভূমিকা রয়েছে। আপনার সঙ্গিনীকে বোঝাতে চেষ্টা করুন যে, ব্যাপারটি কতটা আনন্দজনক।
প্রশ্নঃ- একবার বীর্যপাতে কি পরিমাণ তরল বীর্য বের হয়?
উত্তরঃ- এ সম্বন্ধে নানা ব্যাখ্যা পড়ে থাকলেও জেনে রাখুন ১ টেবিল চামচ পরিমাণ বীর্য প্রতিবার যৌনমিলনে বের হয়। অধিকাংশ তরলই প্রোস্টেট গ্ল্যান্ড থেকে বের হয়। তবে শারীরিক কোনো সমস্যার জন্য তরলের পরিমাণ কমবেশি হতে পারে।
প্রশ্নঃ- জন্মনিয়ন্ত্রণের জন্য লিঙ্গ বের করে আনা কতটুকু কার্যকর?
উত্তরঃ- এটাতে সবাই অভ্যস্ত হতে পারে না। কেননা যৌনমিলনের শেষ ধাপ হলো এটি। এটি খুবই কষ্টদায়ক ব্যাপার । তবে যদি আপনি সক্ষম হন জন্মনিয়ন্ত্রণের জন্য এটি সবচেয়ে আদর্শ পদ্ধতি।
প্রশ্নোত্তর পর্ব – ২
প্রশ্নঃ- যৌনমিলনে আমরা স্ত্রী ইদানীং ভাইব্রেটর পছন্দ করছেন। এটি কি স্বাভাবিক।
উত্তরঃ- ব্যাপারটি স্বাভাবিক নয়। ভাইব্রেটর নির্ভরশীলতা স্ত্রীকে কোনো এক সময় যৌন শীতল করে তুলতে পারে। আমার মনে হয় এটি পরবর্তীতে চূড়ান্ত যৌন সমস্যায় ফেলবে আপনাদের দু জনকেই। বরং আপনার স্ত্রীকে বলুন স্বাভাবিক যৌনমিলনকে পছন্দ করতে।
প্রশ্নঃ- আমার স্ত্রী অত্যন্ত রক্ষণশীল। অথচ যৌনমিলনকালে সে মাত্রাতিরিক্ত বন্য হয়ে ওঠে। ব্যাপাটি কি স্বাভাবিক।
উত্তরঃ- প্রশ্নটি অত্যন্ত মজার। অনেকেই যৌনমিলনকালে অত্যধিক বন্য হয়ে ওঠে। এটা দোষণীয় নয়। তবে আপনার ভাষ্যমতে মাত্রাতিরিক্ত, বন্যতার স্বরূপ জানলে পরামর্শ দিতে সুবিধা হতো। তবু আমার মনে হয় খুব একটা অস্বাভাবিকতা আপনাদের মাঝে নেই। আর হ্যাঁ, আপনি যদি স্ত্রীর এই বন্যতা পছন্দ করেন তাহলে তো কোনো সমস্যা হবার কথা নয়। উপভোগ করুন, যৌনতা পুরোপুরি উপভোগের বিষয়।
প্রশ্নঃ- আমি যৌনমিলনে উৎসাহী হতে চাই। ব্যাপারটি ভালোমতে আমাকে জানাবেন কি।
উত্তরঃ- যৌনমিলন শুরু করলেই এতে উৎসাহ আসবে শুধুমাত্র উৎসাহ নিয়ে বসে থাকলে চলবে কেন। আমার মনে হয় আপনি স্বাভাবিক আছেন। কাজেই সুস্থ যৌনতায় মনোনিবেশ করুন।
প্রশ্নঃ- পুরুষের টেস্টোস্টেরনের সঠিক মাত্রা কি?
উত্তরঃ- আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জানা থাকা উচিত টেস্টোস্টেরন অবশ্যই এক পুরুষ থেকে অন্য পুরুষের তারতম্য ঘটে। অর্থাৎ এর মাত্রা বিভিন্ন সময়ে পুরুষের ক্ষেত্রে কমবেশি হতে পারে। স্বাভাবিক পরিমাণ হলো ২৫০ থেকে ১২০০ মনোগ্রামএক ডেসিলিটার। এই পরিমাণ হলো টেস্টোস্টেরন থাকলেই পুরুষ যৌনমিলনে স্বাচ্ছন্দ্য পেতে পারে। অনেক ক্ষেত্রে এই হরমোন কমে গেলে শরীরে নানা উপসর্গ দেখা দেয় এবং যৌন সমস্যাও দেখা দিতে পারে। তবে পুরুষের পুরুষত্বহীনতার জন্য টেস্টোস্টেরনের মাত্রার হেরফের পুরোপুরি দায়ী নয়।
প্রশ্নঃ-আমি আমার ছোট অন্ডথলি নিয়ে শষ্কিত। আমি কি বাবা হতে পারবো।
উত্তরঃ- এটা প্রায়শই দেখা যায় যে, পুরুষ তাদের যৌন অঞ্চলের আকার নিয়ে সমস্যায় ভোগেন এবং দুশ্চিন্তা করেন। অনেক সময় এটা যৌনতার ক্ষেত্রে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অন্ডকোষগুলোর কাজ কিন্তু ঠিকই হচ্ছে বলে আমার মনে হয়। কাজেই আকার এক্ষেত্রে কোনো বিষয় নয়। আমার আরো মনে হচ্ছে যৌনমিলনেও আপনি এবং আপনার স্ত্রী সন্তুষ্ট। তাহলে বাবা হবার ক্ষেত্রে কোনো সমস্যা হবার কিছু নেই।
প্রশ্নঃ- প্রায় সবসময়ই দেখা যায় যে আমি এবং আমার স্বামী একই সাথে যৌনতায় কাতর হই না। এতে করে আমাদের যৌনমিলন কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে বলে আমার মনে হয়। আপনার পরামর্শ চাই।
উত্তরঃ- যৌনমিলনে দু জনেরই ইচ্ছা বা সম্মতির একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন যৌনতায় আপনাদের যে কোনো একজনের ইচ্ছা না থাকলেও যৌনতা শুরু হলে শরীর এবং মন এমনিতেই চাঙ্গা হয়ে যাবার কথা। আরো জেনে রাখুন শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে যৌনমিলনের ইচ্ছা নারী এবং পুরুষের একই সাথে উজ্জীবিত এবং আবেদমিত হয় না। আর আপনার প্রশ্ন মতে আপনাদের যৌনমিলনের সমস্যা বলতে কি বুঝিয়েছেন তা জানা গেল না। প্রশ্নের স্বচ্ছতা না থাকলে উত্তর দেয়া মুশকিল হয়ে পড়ে।
প্রশ্নঃ- যৌন সংক্রামক রোগ কি নানা সঙ্গী বা সঙ্গিনীর সাথে দেহমিলনের জন্য হতে পারে।
উত্তরঃ- শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে উত্তর হবে হ্যাঁ। এইডস বা যৌন সংক্রামক রোগ বিস্তারের জন্য যৌনসঙ্গী বদল খুবই মারাতœক প্রভাব ফেলে। ডাক্তারী বিজ্ঞানে এই বিষয়কে কখনোই সমর্থন করে না। শুধু এইডস নয় আরো নানা যৌন সমস্যা দেখা দিতে পারে এজন্য
প্রশ্নঃ- যৌন সংক্রামক রোগরে ব্যাপারে কি কি সর্তকতা জরুর?
উত্তরঃ- নিরাপদ যৌন সর্ম্পক স্থাপন প্রথম কথা এবং সবসময়ই মনে রাখবনে কনডম সবচয়েে আর্দশ।
প্রশ্নঃ- যৌন সংক্রামক রোগের ব্যাপারে কি কি সতর্কতা জরুরি-
উত্তরঃ- নিরাপদ যৌন সম্পর্ক স্থাপন প্রথম কথা এবং সবসময়ই মনে রাখবেন কনডম সবচেয়ে আদর্শ।
প্রশ্নঃ- আমার স্ত্রী প্রায়ই অভিযোগ করে সে চরমপুলকে পোঁছাতে পারে না। আমি কনডম ব্যবহার করি। এতে কোনো সমস্যা হচ্ছে?
উত্তরঃ- যদি আপনার স্ত্রী কনডমের ব্যাপারে কোনো অভিযোগ থাকে তবে সেটা ভিন্ন কথা। কিন্তু আমি মনে করি, চরমপুলকের জন্য কনডমের কোনো ভূমিকা নেই । তবে অন্য জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা যদি আপনারা নিয়ে থাকেন এবং আপনার স্ত্রী যদি কনডম পছন্দ না করে, তবে সেটা বিবেচিত হতে পারে। অন্য কোনো সমস্যা থাকলে ইউরোলজিস্টের পরামর্শ নিন।
প্রশ্নঃ- আমার প্রেমিকার সাথে আমি যৌন সম্পর্ক স্থাপন করতে চাই কিন্তু সে তাতে রাজি নয় কি করবো।
উত্তরঃ- আমার মনে হয় পাস্পরিক সৌহার্দ্যতা থাকলে যৌন সম্পর্ক স্থাপনে কোনো সমস্যা আছে বলে মনে হয় না। আপনি আপনারা প্রেমিকাকে বোঝাতে চেষ্টা করুন যদি আপনাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় তবে যৌনমিলনে অর্থাৎ নিরাপদ যৌনমিলনে কোনো সমস্যা নেই।
প্রশ্নঃ- অকাল বীর্যপাত ও উত্থান সমস্যা কি একই অসুখ।
উত্তরঃ- এই বিষয়ে বহুবার আলোচনা করা হয়েছে যে, অকাল বীর্যপাত এবং উত্থান সম্পর্কযুক্ত কোনো বিষয় নয়। অকাল বীর্যপাতের ফলে পুরুষের যৌন উত্তেজনা কমে যায় এবং উত্থান সমস্যার জন্য পুরুষ পুরুষত্বহীন হয়ে পড়ে। কাজেই এই দুই সমস্যা দুই কারণে হয়ে থাকে।
প্রশ্নঃ- আমি যৌনপুলক সম্বন্ধে জানতে চাই,
উত্তরঃ- যৌনমিলন মানেই কিন্তু যৌনপুলক নয়। এ ধারণা অবশ্য অনেকেরই। যৌনপুলক হলো যৌনমিলন চলাকালীন শেষ পর্যায়। এই পর্যায়ে এসে নারী এবং পুরুষ চূড়ান্ত যৌনতৃপ্তি লাভ করে। একে চরমপুলকও বলে। পুরুষের চেয়ে নারীর চরমপুলক দেরীতে আসে এবং বেশি স্থায়ী হয়।
প্রশ্নঃ- আমি এবং আমার স্ত্রী তুখোড় যৌনতা অনুভব করে। আমরা যৌন জীবনে সুখী। আমরা আরো অনেক যৌন আসন সম্পর্কে জানতে চাই। আপনি এই ব্যাপারে সাহায্য করবেন কি।
উত্তরঃ- শুনে ভালো লাগলো যে আপনারা যৌন জীবনে সফল। বিভিন্ন প্রকার বই এক্ষেত্রে আপনাদের সাহায্য করতে পারে। মূলত আপনি জানতে চেয়েছেন বিভিন্ন আসন স¤পর্কে। আপনাকে অধ্যাপক ডাঃ মোহাম্মদ ফিরোজ লিখিত সেক্স গাইড সিরিজের বইগুলো পড়ে দেখার পরামর্শ দেয়া যাচ্ছে। এতে আপনার সমূহ উপকার হবে। এছাড়াও নানা বিদেশী যৌন সহায়ক বই পড়ে দেখতে পারেন।
প্রশ্নঃ- আমার স্বামী সেনাবাহিনীতে কর্মরত আছেন। গত তিন মাসযাবত আমরা সন্তান নেবার চেষ্টা করছি। কিন্তু আমার স্বামী ছুটি পান না বলে গত একমাস যাবত আমরা যৌনমিলন ঘটাতে পারছি না তাহলে কিভাবে আমি গর্ভবতী হতে পারবো।
উত্তরঃ- এরকম প্রশ্ন আমি প্রায়ই শুনি যে স্বামীর অনুপস্থিতির দরুন গর্ভাবস্থা সৃষ্টিতে সমস্যা। এটা খুবই নৈতিক কারণ। এমনতো নয় যে আপনার স্বামী সমস্যা ছুটি পাবেন না। পরের বার যখনই আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে তখনই চেষ্টা করুন গর্ভবতী হবার।
প্রশ্নঃ- আমার বয়স ৩২ বছর। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। গত কিছুদিন যাবত লক্ষ্য করছি যৌনমিলনে আমি খুব ব্যথা অনুভব করি। এটা কি আমার কোনো সমস্যা নাকি আমার স্বামীর। নাকি আমাদের উভয়েরই শারীেিক সমস্যা। দয়া করে জানাবেন।
উত্তরঃ- যৌনমিলনে অনেক সময় অনেক কারণে ব্যথা হতে পারে। তবে এটি কার সমস্যা তা পরীক্ষা না করে বলা সম্ভব নয়। আপনি বরং আপনার স্বামীকে নিয়ে অভিজ্ঞ কোনো ইউরোজিস্টের শরণাপন্ন হোন।
প্রশ্নঃ- নারীর চরমপুলক কি পুরুষের চেয়ে বেশি দিন স্থায়ী থাকে।
উত্তরঃ- মূলত নারীর যৌন অনুভূতি পুরুষের চেয়ে বেশিদিন থাকে। সেই করণে চরমপুলকও থাকে বেশি সময়। পাশ্চাত্যের সাম্প্রতিক গবেষণা রিপোর্টে বলা হয়েছে নারীর চরমপুলক পুরুষের চেয়ে অন্তত বছর পাঁচেক বেশি স্থায়ী হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :