picture

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫

প্রশ্ন ও সমস্যার সমাধান-2

প্রশ্নঃ- আমার স্বামীর হাইপারটেনশন রয়েছে। ডাক্তার বলেন এটি যৌন জীবন কোনো প্রভাব ফেলবে না। ব্যাপারটি সঠিক কিনা জানতে চাই।
উত্তরঃ- কি ধরনের ওষুধ আপনার স্বামী খাচ্ছে সেটি একটি ব্যাপার। হাইপারটেনশনের সাথে যদিও যৌনতার কোনো সম্পর্ক নেই তবুও অনেক ক্ষেত্রে এই জাতীয় সমস্যা যৌন জীবনকে নিস্তেজ করে ফেলতে পারে।
প্রশ্নঃ- আমি যৌন ফ্যান্টাসি পছন্দ করি। আমি প্রায়ই ফ্যান্টাসিতে কল্পনা করি আমার বীর্যে আমার স্ত্রীর পুরো শরীর ভিজে গেছে বিশেষ করে তার মুখ। এটা স্বাভাবিক।
উত্তরঃ- যৌন ফ্যান্টাসির মন্দ কোনো দিক নেই। যেহেতু আপনার যৌন সম্পর্ক আছে। অনেকেই ফ্যান্টাসিকে অপ্রীতিকর চোখে দেখে অথচ বিজ্ঞান একে নির্দোষ বলে আসছে সবসময়ই। কল্পনাশক্তি প্রবল না হলে যৌন ফ্যান্টাসির জন্য মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে মনে রাখবেন।
প্রশ্নঃ- যৌন ফ্যান্টাসি কি।
উত্তরঃ- যৌনমিলনের পূর্বে পরে কিংবা যৌনমিলনকালে মনের ভেতর এক ধরনের যৌন আবেগ কাজ করে। এটিই হলো যৌন ফ্যান্টাসি।
প্রশ্নঃ- আমি একজন পুরুষ। যৌন সম্পর্কের ব্যাপারে আমি বরাবরই উদাসীন ছিলাম। ইদানীং আমার এক পুরুষ বন্ধুর প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি। তার সাথে যৌন সঙ্গম করার ইচ্ছা ব্যপারটি কি।
উত্তরঃ- আপনি ডাক্তারি বিজ্ঞানের ভাষায় হোমাসেক্সুয়াল বা সমকামী। এটি পুরুষের ব্যক্তিত্বকে ধ্বংস করে দেয়। আপনার উচিত এই অভ্যাস ত্যাগ করা। জানি না আপনি কোন ধর্মের। তবে ইসলাম ধর্মে সমকামিতা জঘণ্য পাপ।
প্রশ্নঃ- আমি মানসিক সমস্যায় ভুগছি। যেমন আমি আমার সৎ বোনের প্রতি যৌনকর্ষণ বোধ করি। সে দেখতে সুন্দর এবং যৌনকর্ষণীয়। কিন্তু আমি আমার ইচ্ছা তাকে প্রকাশ করতে পারছি না। আমি জানি না সে এটা কিভাবে গ্রহন করবে। আমি কি সুস্থ?
উত্তরঃ- আপনার নিজেকেই আপনি জিজ্ঞাসা করুন আপনি সুস্থ কি না। আপনিতো প্রায় সবই বুঝতে পারছেন। এটি যে একটি মানসিক সমস্যা তাও বুঝতে পারছেন। তাহলে সমস্যাটা হলো আপনার যৌন অনুভূতিকে বশে রাখা। কেননা আমাদের সমাজ,ধর্ম পারিপার্শ্বিকতা, পরিবারের কোনো সদস্যের সাথে যৌন সম্পর্ককে সমর্থন করে না। ধর্মের দিক থেকে এটি পুরোপুরি নিষিদ্ধ। কাজেই সতর্ক হোন। কোনো মানসিক ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
প্রশ্নঃ- অতিরিক্ত টেস্টোস্টেরন কি আমাকে বেশি ব্যক্তিত্ববান করে তুলতে পারে?
উত্তরঃ- ব্যক্তিত্ব পুরোটাই মনোদৈহিক ব্যাপার। আপনি যেটির কথা বলেছেন সেটা টেস্টোস্টেরন মূলত যৌন হরমোন। এর প্রভাবে যৌন ইচ্ছা বা যৌন তৃষ্ণা বেড়ে যায়। অতিরিক্ত পরিমাণে যৌন ভাবনা বা যৌনতার ইচ্ছা থাকলেই কেবলমাত্র ব্যক্তিত্ববান হওয়া যায় না। ব্যাপারটি স্মরণ রাখবেন।
প্রশ্নঃ- নারীদের বীর্যপাত হয় কি?
উত্তরঃ- নারীদের যোনিতে যৌনমিলনকালে যে তরল ক্ষরিত হয় তাই হলো নারীদের বীর্য। অন্ততপক্ষে বিজ্ঞানীরা তাই ধারণা করেন। আমার মনে হয় নারীদের পুরুষের অনরূপ বীর্যপাত হয় না কিন্তু এক ধরনের তরল তাদের যোনিতে এসে জমা হয়। ডাক্তারি পরিভাষায় যাকে বলে মিউকাস।
প্রশ্নঃ- আমার স্ত্রী পাতলা, ডটেড কমডম পছন্দ করে। কনডম ছাড়া যৌনমিলনে সে অস্বস্তিবোধ করে ব্যাপারটি কি?
উত্তরঃ- কনডম পরে যৌনমিলন সবচেয়ে ভালো এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এবং বিকল্প সমস্যা নেই। কনডম ছাড়া যৌনমিলনে অস্বস্তিবোধের জন্য আপনারা দেখতে হবে আপনার স্ত্রীর কোনো প্রকার শারীরিক সমস্যা আছে কি না। চেষ্টা করুন এবং তাকে সহযোগিতা করুন। আমার মনে হয় তার অস্বস্তিবোধ কমে যেতে পারে। অন্যথায় অভিজ্ঞ গাইনোকলজিস্টের পরামর্শ নিন।
প্রশ্নঃ- যমজ সন্তান হবার পর যৌনমিলন চালানো ক্ষতিকর কি?
উত্তরঃ- কেন, যৌনমিলন তার স্বাভাবিক নিয়মেই চলতে পারে। যমজ সন্তান হবার জন্য যৌনমিলনে সমস্যা হবার বিন্দুমাত্র কারণ নেই
প্রশ্নঃ- আমার স্ত্রী পায়ু সঙ্গম পছন্দ করে কিন্তু আমি এটা পছন্দ করি না। আপনি কি আমাকে জানাতে পাবেন কিভাবে যৌনমিলন নিরাপদ হতে পারে।
উত্তরঃ- প্রথম প্রশ্নের উত্তরে আপনাকে জানাই পায়ু যদি আপনার স্ত্রী পছন্দ করে তবে আপনার সমস্যা হবার তো কোনো কথা নয়। শুধু একটু সতর্ক থাকবেন । আর কিভাবে যৌনমিলন নিরাপদ তা তো আপনাদের ভালো জানার কথা। কয়েকটি টিপস দেয়া হলো এগুলো মনে রাখুন এবং রপ্ত করুন্
* পিচ্ছিল পদার্থ বেশি ব্যবহার করুন। লুব্রিকেটেড কমডম ব্যবহার আদর্শ
* কনডম সবসময়ই ব্যবহার করুন।
* যোনিতে লিঙ্গ যাতায়াত খুবই ধীরে ধীরে।
* সবচেয়ে লিঙ্গ সুখকর আসনটি বেছে নিন।

* যৌনমিলনের পর ভালো ভাবে যৌনাঙ্গ ধুয়ে ফেলুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :