
তাহলে জানুন আরও কিছু সহজ টিপস্ যা সাহায্য করবে আপনার আত্মবিশ্বাসকে ধরে রাখতে৷
১. ডেটে গিয়ে আপনাকে দেখতে সুন্দর লাগুক বা মন্দ, আপনার সঙ্গীর সামনে বসে মিষ্টি করে হেসে কথা বলার চেষ্টা করুন৷ এতে আপনার মনের মধ্যে চলা টানাপোড়েন লুকোতে পারবেন এবং আপনার আত্মবিশ্বাসকে বজায় রাখতে পারবেন৷
২. সর্বক্ষণ কথা বলার চেষ্টা করুন৷ চুপ করে বসে এদিক ওদিক তাকিয়ে আপনার সঙ্গীকে বিরক্তি অনুভব করাবেন না৷ আর আপনার যদি কম কথা বলার অভ্যাস থাকে৷ তাহলে আপনার সঙ্গীটি যা বলছে তা মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে কথা বলে সময় কাটাতে পারেন৷
৩. সবসময় আপনার সঙ্গীর চোখের দিকে সোজাসোজি তাকিয়ে কথা বলুন৷ নিচের দিকে বা অন্য দিকে তাকিয়ে নিজেকে বোকার পরিচয় দেবেন না৷ প্রথম ডেটে গেলে এই টিপটি ভীষণ কর্যকরি৷
৪. নিজেকে একদম ঠান্ডা রাখুন৷ এতে আপনার নিজের ওপর বিশ্বাস বজায় থাকবে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :