picture

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪

তৃষ্ণার্ত পুরুষ হৃদয়ে মরুদ্যান বঙ্গললনা

তৃষ্ণার্ত পুরুষ হৃদয়ে ওয়েসিস এনে দিতে পারেন একজন বঙ্গললনাই। কেন বাঙালি কন্যাই প্রেম ও বিয়ের জন্য সর্বপ্রথম পছন্দ দেখে নিন একনজরে।
  • রাঁধুনি নম্বর ওয়ান: জিভে জল আনা রান্নায় বাঙালি মহিলাদের জুড়ি নেই।
  • মিষ্টি নাম: সোনা, সুইটি, মিষ্টি-নামই বুঝিয়ে দেয় আদতে কত মধুর হতে চলেছে আপনার ও আপনার সঙ্গিনীর সম্পর্ক।
  • সিল্ক এফেক্ট: শাড়ি নামক বস্ত্রটি বোধহয় তৈরিই হয়েছে বাঙালি ললনার ফিগারকে কমপ্লিমেন্ট করতে।
  • পারিবারিক: পরিবারের সদস্যদের পটাতে বাঙালি মেয়েদের কোনও তুলনা নেই। চোখের জল হোক বা মিষ্টি কথা-বড়দের হাত করতে এক নম্বরে তারা।
  • অল্পতেই সন্তুষ্ট: খুব দামি উপহার নয়, একটু মনোযোগ পেলেই খুশি বাঙালি প্রেমিকা-স্ত্রীয়েরা।
  • টানা চোখ: বাঙালি মেয়ের চোখের প্রেমে পড়েনি এমন ছেলে খুব কমই খুঁজে পাওয়া যাবে বোধহয়।
  • বিউটি উইথ বিস্ট: শুধু ডাকসাইটে সুন্দরীই নয়, বঙ্গ ললনার সেক্স অ্যাপিল ঘায়েল করতে পারে তাবড় তাবড় শিকারিকেও। শয্যাতে সঙ্গীকে রতিসুখ দিতের বঙ্গকন্যার পারদর্শীতার জুড়ি নেই।
(উপরের প্রতিবেদনটি কোনও একটি নির্দিষ্ট জাতি, বর্ণ বা লিঙ্গকে হেয় করার উদ্দেশে প্রকাশিত হয়নি।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :