picture

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪

তৃষ্ণার্ত পুরুষ হৃদয়ে মরুদ্যান বঙ্গললনা

তৃষ্ণার্ত পুরুষ হৃদয়ে ওয়েসিস এনে দিতে পারেন একজন বঙ্গললনাই। কেন বাঙালি কন্যাই প্রেম ও বিয়ের জন্য সর্বপ্রথম পছন্দ দেখে নিন একনজরে।
  • রাঁধুনি নম্বর ওয়ান: জিভে জল আনা রান্নায় বাঙালি মহিলাদের জুড়ি নেই।
  • মিষ্টি নাম: সোনা, সুইটি, মিষ্টি-নামই বুঝিয়ে দেয় আদতে কত মধুর হতে চলেছে আপনার ও আপনার সঙ্গিনীর সম্পর্ক।
  • সিল্ক এফেক্ট: শাড়ি নামক বস্ত্রটি বোধহয় তৈরিই হয়েছে বাঙালি ললনার ফিগারকে কমপ্লিমেন্ট করতে।

আপনার ডেটকে আকর্ষণীয় করতে আত্মবিশ্বাসই জাদুমন্ত্র

প্রথম ডেটে যাচ্ছেন আপনি?  কিন্তু একটা অদ্ভুত টানাপোড়েন চলছে আপনার মনের মধ্যে৷ ভাবছেন আপনার পছন্দের মানুষটি আপনাকে পছন্দ করবে কিনা! কিভাবে আপনার ডেটকে করে তুলবেন আকর্ষণীয় ও সুন্দর যাতে আপনার সঙ্গীটি ওই দিনটি কে সারা জীবন মনে রাখবে৷ তাই আপনার মনের কথা ভেবেই এই ব্যাপারে আমরা আপনাকে দিলাম কিছু সহজলভ্য টিপস্৷ কিন্তু টিপস্ দেওয়ার আগে এটাই বলবো যে এত ভাবার কোনও দরকার নেই, এই সমস্যার সমাধান শুধুমাত্র একজনই করতে পারে৷ সেটা হল আপনার আত্মবিশ্বাস৷ নিজের ওপর বিশ্বাস রাখুন সব কিছু ঠিক মত এগোবে৷ আর এই টিপটা ছেলে এবং মেয়েদের দুজনের পক্ষেই প্রযোয্য৷

পুরনো বান্ধবীর সঙ্গে শয্যার অমলিন স্মৃতি

টিন এজে বান্ধবীর সঙ্গে মিলিত হওয়ার প্রথম স্মৃতি মনে রয়ে যায় বেশিরভাগ পুরুষেরই। পরে সম্পর্ক টিকে না থাকলেও মনে থেকে যায় শৃঙ্গারের কয়েকটি পুরনো কথা। তার কয়েকটি তুলে ধরা হল এই প্রতিবেদনে। দেখুন তো, মেলে কী না!
  • ইশশ। সেই রাতে অতটা ড্রিংক না করলেই হত। কী বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল মুখ থেকে। বউ হলে তো লজ্জায় থাকতাম সারা জীবন। ভাগ্যিস সর্ম্পকটা টিকল না।