বাজারে এল মোটোরোলার বহু প্রতীক্ষিত ড্রয়েড বিস্ট৷ নয়া এই স্মার্টফোনটিতে
রয়েছে ২.৭ গিগাহার্ৎজ কোয়াডকোর স্ন্যাপড্রাগন প্রসেসর৷ ৫.২ ইঞ্চির এই
ফোনটিতে রয়েছে অ্যান্ডয়েডের কিটক্যাট ভার্সান৷ এছাড়া রয়েছে তিন জিবি
র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি৷ এছাড়া এই ভার্সানেরই অন্য একটি মডেলে
৬৪ জিবি ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে৷ এই ফোনটির ক্যামেরায় রয়েছে চমক৷
যেটি গ্রাহকদের খুব সহজেই আকৃষ্ট করবে বলে আশাবাদী সংস্থা৷ ফোনটিতে রয়েছে
২১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা৷
এছাড়া রয়েছে অত্যাধুনিক ফ্ল্যাশের সুবিধা৷ নয়া এই ফোনটিতে রয়েছে ৩৯০০
এমএএইচ ব্যাটারি৷
যার ফলে গ্রাহকেরা দীর্ঘক্ষণ কথা বলতে পারবেন প্রিয়জনের
সঙ্গে৷ পাশাপাশি ফোনটিতে রয়েছে ফোরজি, থ্রিজি, জিপিএস, ওয়াইফাই ও
ব্লুটুথের সুবিধা৷ আপাতত মেটালিক কালো ও লাল রঙে পাওয়া যাবে নয়া এই ফোন৷
৩২ জিবির নয়া এই ফোনটি কিনতে গ্রাহকদের খরচ পড়বে ১২,২৬৭ এবং ৬৪ জিবির
ফোনটি কিনতে খরচ পড়বে ১৫,২৬৭ টাকা৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :