একটি গবেষণায় প্রমাণ মিলেছে যে পুরুষদের জুতোর সাইজ দশের বেশি তারা খুব
একটা বিশ্বস্ত নন৷ শুনতে খুবই অবাক লাগলেও এটাই সত্যি৷ ইল্লিসিট
এনকাউন্টারসের একটি গবেষণায় এই প্রমাণ মিলেছে৷
তাতে এও দেখা গেছে তুলনামূলকভাবে যে পুরুষদের পায়ের সাইজ সাত থেকে নয়-এর
মধ্যে আর যাদের পায়ের সাইজ দশ এবং দশেরও বেশি তারাই তত বেশি প্রেমে পড়েন৷
আবার প্রয়োজনে খুব বিশ্বাসঘাতকতাও করেন৷
তাই এই গবেষণা অনুযায়ী যাদের প্রেমিকের জুতোর সাইজ দশের থেকেও বেশি তারা
এখনই সাবধান হয়ে যান! কারণ যখন তখন আপনি আঘাত পেতে পারেন৷ প্রেমে পড়ার
আগে ভাল করে যাচাই করে নিন৷
ইল্লিসিট এনকাউন্টারসের এক গবেষক মাইক টেলর বলেন যে অনেক পুরুষরই দাবি
তাদের পায়ের সাইজের সঙ্গে বাইরের কোন কিছুর সঙ্গে কোনো সম্পর্ক নেই৷
কিন্তু গবেষণায় প্রমাণিত হয়েছে যে তারাই ভীষণ মিথ্যেবাদী এবং
বিশ্বাসযোগ্য নয়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :