আপনার স্বামী আপনাকে হয়ত সব কথাই বলেন, তাও এমন কিছু বিষয় থাকে যা
বলার মত ক্ষমতা আপনার স্বামীর নেই৷ অনেক ক্ষেত্রেই আপনি হয়ত ভাবেন কেন
আপনার স্বামী সেই কথা বলে না, কিন্তু আপনাকে বুঝতে হবে তিনি মনে মনে সেই
কথাটা হয়ত আপনাকে অনেকবার বলেছেন৷ এক কথায় স্বামীর মনের কথা গুলো বুঝে
নিতে হবে আপনাকেই৷ তাই জেনে নিন ঠিক কোন কথা মুখ ফুটে বলতে পারেননা আপনারক
স্বামী৷ কারণ এগুলি জানা থাকলে মনের মানুষটিকে আরও বেশি করে ভালবাসতে
পারবেন আপনি৷
- আপনিই তার সব কিছু, আপনাকে ঘিরেই তার স্বপ্ন, আপনি ছাড়া আর কারও কথা
ভাবতে পারেননা তিনি৷ এই কথা গুলি মুখে এনেও আনতে পারেননা আপনার স্বামী৷ এই
কথা সরাসরি মুখে না বলে অন্য ভাবে তিনি আপনাকে এগুলি বোঝানোর চেষ্টা করেন৷
আপনি হয়ত তার কাছ থেকে একটা মিশ্টি আলিঙ্গন বা আবেগঘন কথা আশা করেন৷
কিন্তু তিনি আপনার প্রিয় খাবার কিনে বা আপনার ঘরের কাজ করে সেই কথা জানান
দিতে চান আপনাকে৷
- স্বামী বিরুদ্ধে স্ত্রী অভিযোগের শেষ থাকে না৷ বিশেষ করে বাপের লোকেদের
সামনে বা নিজের বান্ধবীদের সামনে আপনি স্বামীকে নিয়ে ঠাট্টা করেন৷ এতে সব
শুনে মুখে কিছু না বললেও মনে মনে কুঁকড়ে যান আপনার স্বামী৷ কিন্তু এভাবে
বেশিদিন চলতে থাকলে আপনি যে আপনার স্বামীকে গুরুত্ব দেন সেটা একসময় ভুলতে
শুরু করতে পারেন আপনার স্বামী৷ তাই স্বামীর প্রতি কোনও অভিযোগ থাকলে সেটা
সরাসরি তাকেই বলুন৷ অযথা অন্যের সামনে স্বামীর বদনাম করে তাকে ছোট করবেন
না৷
- নিজের সন্তানদের প্রতি আপনার দায়িত্বশীলতা দেখে খুশি হলেও মনে মনে
নিজেকে অনেক সময় একা ভাবেন একজন স্বামী৷ শিশুদের জীবনে মায়ের ভূমিকা জানা
সত্ত্বেও আপনাকে যেন কিছুতেই অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে চাননা তিনি৷
তিনি চান হাজার কাজের মাঝেও আপনি তাকে সময় দেবেন, তাকে প্রতিমুহুর্তের কথা
জানাবেন৷ তিনি চান শুধু আপনাকে নিয়ে কোথা থেকে ঘুরে আসতে৷ এতে সন্তানদের
একটু সমস্যা হলেও আপনাদের এই বন্ধন দেখে তারাো সম্পর্ককে মূল্য দিতে শিখবে৷
- আপনার স্বামীর হঠাৎ করে যদি চাকরি চলে যায় বা সংসারে অর্থাভাব দেখা
দেয় তবে নিজেদের সম্পর্কও প্রভাবিত হয়৷ আপনার স্বামীটি কিন্তু মনে মনে
চান যাতে আপনি বুঝতে পারেন যে এই অবস্থায় তার নিজের ব্যর্থ ও অসহায় বলে
মনে হচ্ছে৷ আপনি আর্থিক অবস্থায় নিয়ে চিন্তিত হলে তিনি আরও বেশি
দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েন৷ কারম তার মনে হয় তিনি আপনাকে ছোট করছেন৷ তার
কাছে আপনাকে ভাল রাখায় চাইতে তৃপ্তিদায়ক আর কিছুই নেই৷ তাই এই বিষয়ে
অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ না করে স্বামীর সঙ্গে ঠান্ডা মাথায়
আলোচনা করুন৷ আপনার স্বামীকে বোঝান যে যতই সমস্যা আসুক আপনি সবসময় তার
সঙ্গেই থাকবেন৷
- আপনার স্বামী যা যা করেন সবক্ষেত্রেই তিনি আপনার প্রশংসা চান৷ এমনকি
আপনার জন্য কিছু করলেও আপনি সেই কাজের প্রশংসা করবেন সেটাই আশা করেন তিনি৷
তাই তিনি যেমন তাকে সেভাবেই আপনি ভালবাসেন সেটা তাকে বুঝিয়ে দিন৷ কারণ
একটানা যদি স্বামীর ভুল নিয়েই অভিযোগ করতে থাকেন তবে তিনি বুঝেই উঠতে
পারেননা যে আপনি আদৌ তাকে মূল্য দেন কিনা৷ তাই ঘুমোতে যাওয়ার আগে হালকা
কথায় মাঝে তাকে বলুন তার কোন কোন কাজ আপনার ভাল লাগে৷ একসময় হয়ত তিনিও
আপনার প্রশংসা শুরু করবেন৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :