বেশির ভাগ মহিলা এবং পুরুষদের জন্য যৌন মিলন আর গর্ভধারণ একসঙ্গে ঠিক যায়
না৷ কিন্তু গর্ভবতী থাকার সময় যৌন মিলন মা এবং তার বাচ্চার কোনও রকম ক্ষতি
করে না৷ বরং এই সময় শারীরিক মিলন ঘটলে শরীর অনেকরকম ভাবে উপক্রিত হয়৷
তার কিছু সন্ধান দিলাম আমরা৷
শরীরে রক্ত প্রবাহর উন্নতি ঘটায়
গর্ভবতী থাকার সময় শরীরে মা এবং শিশুর উভয়েরই চাহিদা মেটাবার জন্য রক্ত
প্রবাহ দ্বীগুন মাত্রায় বাড়ে যায়৷ এই পদ্ধতিতে যদি কোনও ব্যঘাত ঘটে
তাহলে শরীরের অনেক ক্ষতি হতে পারে৷
কিন্তু এই রক্ত প্রবাহ সচল রাখতে যৌন
মিলন খুব গুরুত্বপূর্ণ এখটি ভূমিকা রাখে৷ কারণ শারীরিক মিলন এই সময় শরীরে
হরমোন এবং রক্তের প্রবাহ নমনীয় করে তার উন্নতি ঘটায়৷ ফলে বাচ্চাকে
পর্যাপ্ত পরিমান অক্সিজেন ও পুষ্টি যোগিয়ে তাকে বেড়ে উঠতে সাহায্য করে৷
যৌন মিলন কোমড়ের মাংস পেশিকে শক্তি যোগায়
গর্ভবতী থাকার সময় যদি রোজ শারীরিক মিলন ঘটে তাহলে কোমড়ের মাংস পেশিকে
শক্তি যোগায়৷ এই সময় ডাক্তাররা ব্যায়াম করার পরামর্শ দেন৷ যৌন মিলন এমন
একটি ভাল ব্যায়াম যা হাড় এবং মাংস পেশিকে মজবুত করে৷
যৌন মিলন শরীরকে রোগব্যাধি আক্রমণ করার ক্ষমতা বাড়ায়
গর্ভবতী থাকার সময় শরীর রোগব্যধি আক্রমণ করার ক্ষমতা খুবই কম থাকে৷ তাই
পুষ্টিকর খাওয়া দাওয়া করার পাশাপাশি যৌন মিলন শরীরে রোগব্যধি আক্রমণ করার
ক্ষমতা বাড়ায়৷ কারণ শারীরিক মিলন রক্তে এলজিএ অ্যান্টিবডিজ এর পরিমান
বৃদ্ধি করে শরীরকে সুরক্ষিত রাখে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :