আপনার যৌন চাহিদা কি দিন দিন কম হয়ে যাচ্ছে? তাহলে একবার ঘরের আনাচে
কানাচে কোছ বুলিয়ে নিন৷ ঘর পরিস্কার করার কোন কেমিক্যাল বা খুব নরম কোন
খেলনা এর জন্য দায়ী হতে পারে৷
এই বিষয়ে আমেরিকান সোসাইটি ফর রিপোডাকটিভ মেডিসিন একটি গবেষণা করে৷
তাতে দেখা গিয়েছে, ঘর বাড়ি পরিস্কার করতে যে ধরণের কেমিক্যাল ব্যবহার করা
হয় তা যৌনজীবনের উপর গভীর প্রভাব ফেলে৷ এই একই ধরণের রাসায়নিক রবারের
তৈরি খেলনা বা খাবারের প্যাকেট তৈরি করতেও ব্যবহার করা হয়৷
রবার বা প্লাস্টিকের তৈরি খেলনা বা এই ধরণের জিনিষগুলিকে আরও নরম বানাতে
এতে থ্যালাটেস নামের এক ধরণের রাসায়নিক ব্যবহার করা হয়৷ এতে মহিলাদের
প্রজনন ক্ষমতার উপর খারাপ প্রভাব পড়ে৷ এমনকি এই ধরণের কেমিক্যাল পুরুষদের
যৌনক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে৷
থ্যালাটেস শরীরের ভেতরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে৷ এটি
টেস্টোস্টেরনের তুলনায় ইস্ট্রোজেন হরমোনকে বেশি প্রভাবিত করে৷ এতে মহিলা ও
পুরুষদের প্রজনন ক্ষমতা প্রভাবিত হয়৷
এই কারণেই ভবিষ্যতে যখনই পরিস্কারের কোন জিনিস কিনবেন বা প্লাস্টিকের
খেলনা কিনবেন একবার ভেবে নেবেন৷ অনেক কোম্পানিই এমন দাবি করে যে তাদের
প্রোডাক্ট একেবারেই নন টক্সিক৷ কিন্তু আদতে এমন হওয়া সম্ভব নয়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :