আপনি কি জানতে চান এই সপ্তাহে কতজন আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে
কিংবা আপনি কি আপনার ফেসবুক প্রোফাইলের নীল রং পরিবর্তন করতে চান ? এই
ধরণের অনেক অ্যাপ লিংক প্রায়ই ফেসবুকে খুঁজে পাওয়া যায়।
মজার ব্যাপার হলো ব্যবহারকারীদের মধ্যে এই ধরণের অ্যাপ লিংকের ব্যাপক
জনপ্রিয়তা রয়েছে। তবে এর অধিকাংশই ভুয়া। আর এসব অ্যাপে দেখানো তথ্য খুব কম
ক্ষেত্রে সঠিক হয় কিংবা এগুলো খুব কমই কাজ করে।
ডিজিটাল নিরাপত্তা প্রতিষ্ঠান বিটডিফেন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত ১০ টি
ভুয়া অ্যাপের একটি তালিকা তৈরি করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অধিকাংশ
ক্ষেত্রে এসব লিংক অন্য কোন এক্সটারনাল সাইটে ব্যবহারকারীকে রিডাইরেক্ট করে
এবং বিভিন্ন প্রোগ্রাম নিজে থেকেই ডাউনলোড হতে শুরু করে। আর এর মাধ্যমে
কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে ক্ষতিকর প্রোগ্রাম। আর তাই এসব স্ক্যাম থেকে
দূরে থাকাই ভাল। আপনাদের সামনে আজ এই তালিকা থেকে কয়েকটি তুলে ধরা হলোঃ
১. ফেসবুক প্রোফাইল ভিজিটর সংখ্যা(৩০.২০%): এই অ্যাপের
মাধ্যমে মূলত দেখানো হয় কতজন আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে কিংবা এখন
কে আপনার প্রোফাইল ভিজিট করছে। তবে এই ধরণের কোন সুযোগ আদৌ নেই।
২. ফেসবুকের রং পরিবর্তন করুন(৭.৩৮%): অনেকেই এই অ্যাপ
ব্যবহার করেছেন এবং আরও অসংখ্য বন্ধুকে এখানে আমন্ত্রণ জানিয়ে বিরক্তও
করেছেন। তবে মাইস্পেসের মত এখানে এই ধরণের কোন সুযোগ নেই।
৩. স্ট্যাটাস দেখে এবং শেয়ার করে জিতে নিন টি-শার্ট(৪.২১%): বেশ আকর্ষণীয় কিছু টি-শার্টের ছবি দেখিয়ে সেগুলো জিতে নেওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত কাউকে পেতে দেখা যায়নি।
৪. নীল ফেসবুককে বিদায় জানান(২.৭৬%): আগের মত আবারো বলতে হচ্ছে, ফেসবুকের নীল রং পরিবর্তনের কোন সুযোগ নেই।
৫. সম্পূর্ণ ব্র্যান্ড নিউ আইফোন কিংবা আইপ্যাড জিতে নিন(২.৪১%):
প্রায়ই ফেসবুকে বিভিন্ন পেজে বলা হয়, সম্পূর্ণ নতুন কিছু আইফোন কিংবা
আইপ্যাড সম্পূর্ণ বিনামুল্যে দেওয়া হবে। আর এজন্য তাদের পেজে লাইক কিংবা
পোস্ট শেয়ার করতে বলা হয়। তবে সম্পূর্ণ ভুয়া এই ধরণের ফাঁদে পা না দেওয়াই
ভালো।
৬. দেখুন, আপনার কোন বন্ধু আপনাকে তালিকা থেকে রিমুভ করেছে(২.২৭%):
অনেক সময় এই ধরণের কিছু অ্যাপ পাওয়া যায় যেখানে বলা হয়, ফেসবুকে আপনার
বন্ধু আপনাকে তাঁর তালিকা থেকে রিমুভ করেছে কিনা, তা দেখুন। তবে এই ধরণের
কোন কার্যকর প্লাগিন কিংবা ওয়েবসাইট নেই।
৭. আপনার প্রোফাইল সর্বোচ্চবার ভিজিট করা ১০ জন(১.৭৪%): এটি একটি সম্পূর্ণ অকার্যকর অ্যাপ। এটি দেখার কোন সুযোগ ফেসবুকে নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :