শনিবার, ৯ আগস্ট, ২০১৪
এবছর আরও দুটি স্মার্টফোন আনবে স্যামসাং
স্যামসাং যে শুধু তাদের গ্যালাক্সি এস৫ নিয়েই আশাবাদী তা কিন্তু নয়। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তারা আনতে যাচ্ছে আরও ২ টি আকর্ষণীয় স্মার্টফোন।
দক্ষিণ কোরিয়ার এই ইলেকট্রনিক জায়ান্ট বলেছে তারা এ বছরের ২য় ভাগে নতুন দুটি হাই-এন্ড স্মার্টফোন আনতে যাচ্ছে। যার মধ্যে একটি হবে সম্পূর্ণ নতুন ডিজাইনের প্রোডাক্ট যাতে থাকবে বড় আকারের স্ক্রিন। এই কথাটি বলেছেন স্যামসাং মোবাইল কম্যুনিকেশন বিজনেস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিউন-জুন কিম। ২য় মডেলটি সম্পর্কে তিনি বলেন: "a very attractive new model that uses new materials and new displays."
স্যামসাং আরও বলেছে, এই সময়ের মধ্যে তারা আকর্ষণীয় কিছু ওয়্যারেবল প্রোডাক্টও রিলিজ করবে। কিম প্রোডাক্ট দুটো সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে ধারনা করা হচ্ছে বড় আকারের ডিসপ্লে সহকারে যে স্মার্টফোনটির কথা তিনি বলেছেন সেটা গ্যালাক্সি নোট ৪। চিরাচরিত রীতি অনুযায়ী স্যামসাং সম্ভবত এবারও আসন্ন Fall এ তাদের নতুন প্রোডাক্টগুলোর ঘোষণা দিবে। অন্য ডিভাইসটি হতে পারে স্যামসাং এর বহুল প্রতীক্ষিত মেটাল স্মার্টফোন যার নাম হতে পারে গ্যালাক্সি আলফা অথবা গ্যালাক্সি এস৫ প্রাইম।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :