গুগল, ফেসবুক, অ্যাপল কিংবা অন্যান্য নামকরা প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ
করার ইচ্ছা কমবেশি সবারই রয়েছে। অনেকেরই ধারনা এসব প্রতিষ্ঠানে কাজ করতে
গেলে মুখোমুখি হতে হয় খুবই কঠিন ইন্টারভিউ। আর সেখানে করা হয় সবচেয়ে কঠিন
সব প্রশ্ন।
এই ধারণা একদম সঠিক নয় কিংবা একেবারেই ভুল নয়। সাধারণত খুবই বুদ্ধিদীপ্ত
প্রশ্নই করা হয় এখানে। অনলাইন ঘেঁটে BD ADVISE পাঠকদের জন্য আজ এমনই ১০
টি প্রশ্ন তুলে ধরা হলো যা প্রায়ই এসকল প্রতিষ্ঠানের চাকুরী প্রত্যাশীদের
মুখোমুখি হতে হয়।
১. আপনাকে এক বক্স পেন্সিল দেওয়া হলো। এগুলো দিয়ে করা যাবে এমন ১০ টি কাজের কথা বলুন যা সচরাচর দেখা যায়না।
প্রতিষ্ঠানঃ গুগল
জব পজিশনঃ প্রশাসনিক সহকারী
২. ধরুন, আপনি মঙ্গল গ্রহ থেকে আগত। এখন যদি আপনাকে একটি সমস্যার কথা বলা হয়, তাহলে কিভাবে সেটির সমাধান করবেন ?
প্রতিষ্ঠানঃ অ্যামাজন
জব পজিশনঃ সিনিয়র রিক্রুটিং ম্যানেজার
৩. সবচেয়ে ক্রিয়েটিভ উপায়ে কিভাবে একটি ঘড়ি ভাঙ্গা যায় ?
প্রতিষ্ঠানঃ অ্যাপল
জব পজিশনঃ ইন্টার্ন
৪. একটি ডিস্ক ঘুরছে, তবে কোন দিকে সেটা আপনি জানেন না। আপনাকে কিছু আলপিন দেওয়া হলো। এর মাধ্যমে কিভাবে ঘূর্ণনের দিক নির্ণয় করবেন ?
প্রতিষ্ঠানঃ মাইক্রোসফট
জব পজিশনঃ সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার
৫. আপনাকে একটি ব্যাগ দেওয়া হলো যাতে আছে "N" সংখ্যক স্ট্রিং। এর মধ্য
থেকে একটি স্ট্রিং নেওয়া হলো, এরপর আরেকটি নেওয়া হলো। এবার এই দুইটি
স্ট্রিং নিয়ে একত্রিত করা হলো। স্ট্রিং শেষ হওয়া পর্যন্ত একই কাজ করা হলো।
এর মাধ্যমে সম্ভাব্য লুপের সংখ্যা কত হবে ?
প্রতিষ্ঠানঃ ফেসবুক
জব পজিশনঃ বিজনেস অপারেশান ইন্টার্ন
৬. বধির ব্যক্তিদের জন্য একটা ফোন ডিজাইনের দায়িত্ব দেওয়া হলো আপনাকে। কাজটি কিভাবে করবেন ?
প্রতিষ্ঠানঃ গুগল
জব পজিশনঃ প্রোডাক্ট ম্যানেজার
৭. আপনি একটি এলিভেটর কিভাবে ডিজাইন করবেন ?
প্রতিষ্ঠানঃ মাইক্রোসফট
জব পজিশনঃ ইন্টার্ন
৮. আপনাকে আমরা কেন নির্বাচিত করবো না ?
প্রতিষ্ঠানঃ টুইটার
জব পজিশনঃ এইচআর অফিসার
৯. দুইটি চলন্ত বস্তুর সংঘর্ষের ঘটনাকে কিভাবে গাণিতিকভাবে ব্যাখ্যা করবেন ?
প্রতিষ্ঠানঃ ই এ স্পোর্টস
জব পজিশনঃ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
১০. আপনি কতগুলো মাইক্রোসফট প্রোডাক্টের নাম বলতে পারবেন ?
প্রতিষ্ঠানঃ মাইক্রোসফট
জব পজিশনঃ এসোসিয়েট কনসালটেন্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :