picture

রবিবার, ১০ আগস্ট, ২০১৪

সঙ্গীর বীর্জস্থলনের পর কোন কোন নারী তার যৌনাঙ্গে জ্বালা-পোড়া অনুভব করেনকেন?

পুরুষের বীর্যে যে প্রোটিন উপস্থিত তা অনেক নারীর কাছে অনেকসময় এ্যালার্জিক পার্শ্বপ্রতিক্রি­য়া পরিলক্ষিত হয় যা"সিমেন এ্যালার্জি" নামে পরিচিত।
বিরল ক্ষেত্রে, পুরুষের বীর্যে যে প্রোটিন উপস্থিত তা অনেক নারীর কাছে অনেকসময় এ্যালার্জিক পার্শ্বপ্রতিক্র ­িয়া পরিলক্ষিত হয় যা"সিমেন এ্যালার্জি" নামে পরিচিত। সিমেন এ্যালার্জির সাথে পুরুষ বান্ধত্বের কোন সম্পর্ক নেই।
সিমেন এ্যালার্জির লক্ষন গুলো হতে পারে - নারী যোনীর আশে-পাশের চামড়া লালচে হয়ে যাওয়া, মিলন পরবর্তী বীর্যস্থলনে নারী তার যোনীতে জ্বালা-পোড়ার অনুভুতি পাওয়া, চামড়ার যে অংশে বীর্য পড়ে তা ফুলে যাওয়া
(সাধারনত যোনীর বাহিরের অঞ্চল)। খুব কম সংখ্যক নারীর ক্ষেত্রে হয়তো শারীরভিত্তিও অনুভুতি, যেমন - আমবাত/ ­প্রদাহ, চুলকানী এমনকি শ্বাস-প্রশ্বাসের কষ্টে ভুগতে পারেন। যদি আপনি এমন কিছুঅনুভব করেন তাহলে ডাক্তারের সরনাপন্নহন। ডাক্তারই বলতে পারবে আদৌ আপনার সিমেন এ্যালার্জি আছে কিনা - নাকি এটিঅন্য কোন সমস্য? এ্যালার্জি পরীক্ষা হয়তো জরুরী। যদি আপনার সিমেন এ্যালার্জি খুবই প্রকট, আপিনি হয়তো ডাক্তারের তত্বাবধানে বীর্যের প্রোটিন অংশ ধৌত করে কৃত্রিমভাবে যোনীতে শুক্রানু স্থাপন/প্রবেশ করিয়ে গর্ভবতী হতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :