- একা ছুটি কাটাতে যান: নিজের জীবনকে ট্র্যাকে আনতে শুরু করুন। একা হলিডে প্ল্যান করুন। ট্যাঁকে টান পড়লে কাছাকাছিই কোথাও ঘুরতে যান।
- পড়াশোনায় মন দিন: প্রেম যাবে আসবে। কিন্তু সময় চলে গেলে আর ফিরে আসবে না। তাই পড়াশোনা-নিজের কেরিয়ার তৈরিতে মন দিন। পড়াশোনার পাট চুকেবুকে গেলে চাকরি খুঁজুন। এতে সময়ও কাটবে-মনও ব্যস্ত থাকবে।
- বন্ধুদের সময় দিন: এতদিন প্রেম-প্রেম করে যে বন্ধুদের লাগাতার এড়িয়ে গিয়েছেন-আজ তারাই আপনার পাশে সবথেকে দরকারি। তাই ফোন করুন। ইগোয় আটকালে অন্তত এসএমএস করুন একটা। দেখবেন, আপনার সত্যিকারের বন্ধু হলে কখনই সে আপনাকে এই অবস্থায় একা ছেড়ে দেবে না।
- শপিং করুন চুটিয়ে: বিশেষজ্ঞরা বলেন, শপিং আর চকলেট-এর থেকে মন ভাল করার ক্যাটালিস্ট আর হয় না। তাই এটিএম কার্ড পকেটে পুরে বেরিয়ে পড়ুন শপিং মলে।
বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪
ব্রেক-আপের পর একাকীত্ব কাটানোর সহজ টিপস
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :