বিয়ের পর ফুলসজ্জার রাতে যৌনতার স্বাদ উপভোগ করতে নারাজ অধিকাংশ
ব্রিটিশ নবদম্পতি৷ এক্ষেত্রে তারা ‘স্লো ‘অ্যান্ড স্টেডি’ পন্থাতেই বেশি
বিশ্বাসী৷ ব্রিটেশের ১০ জন নবদম্পতির মধ্যে সাতজনই এই মত পোশণ করেন৷
সম্প্রতি করা এক সমীক্ষাতেই উঠে এসেছে এই তথ্য৷
ব্রিটেনের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চিলিসস এই সমীক্ষা করে৷ এতে
অংশগ্রহণকারী ৬৭ শতাংশ ব্রিটিশ দম্পতি জানিয়েছে, বিয়ের প্রথম রাতেই দৈহিক
মিলন তাদের পছন্দ নয়৷ এরচেয়ে একসঙ্গে দুজনে মিলে সময় উপভোগ করাটা তাদের
কাছে অনেকবেশি গুরুত্বপূর্ণ৷ প্রায় পাঁচ হাজার জন নব দম্পতি এই বিষয়ে
নিজেদের মতামত দিয়েছেন৷ এছাড়াও এই সমীক্ষায় আরও বেশ কিছু কথা জানা
গিয়েছে৷
অনেকে বলেছেন বিবাহবন্দনে আবদ্ধ হওয়ার সময় অন্য কারোর প্রেমে
পড়েছেন তারা৷ আবার কেউ বলেছেন একজনের সঙ্গে গাঁটছড়া বাঁধার ঠিক আগের
মুহুর্তে তিনি নিজের জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন৷
সমীক্ষায় আরও জানা গেছে, মহিলাদের চেয়ে পুরুষরা তাদের প্রাক্তন
প্রেমিকাকে বিয়েতে নিয়ন্ত্রণ করতে বেশি আগ্রহী৷ প্রায় ৩০ শতাংশ পুরুষ
জানিয়েছেন, হবু স্ত্রীয়ের আপত্তি থানা সত্ত্বেও তারা প্রাক্তন প্রেমিকাকে
বিয়েতে আমন্ত্রণ করেছেন৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :