ব্লগারে চালু হলো নতুন একটি ফিচার Compaigns.এখন থেকে এটার মাধ্যমে আপনি
খুব সহজেই আপনি আপনার ব্লগকে সবার সামনে তুলে ধরতে পারবেন।এই ট্যাব টি গুগল
অ্যাডওয়ার্ডস এর কাজ করবে।যখনি আপনি এই ট্যাবে ক্লিক করবেন তখন উপরের মত
একটি পেজ আসবে।
এবার আপনি Start now এ ক্লিক করলে আপনাকে একবারে গুগল অ্যাডওয়ার্ডস এ নিয়ে
যাবে।এখান থেকে আপনি আপনার অ্যাড টি তৈরি করতে পারবেন।আপনার অ্যাড টি তৈরি
করা হয়ে গেলে আপনি ব্লগার থেকেই এর সব কিছু দেখতে পারেবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত টি লিখুন :