picture

শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫

যৌনশক্তি কমায় এমন ৫ খাবার

বেশিরভাগ মানুষ তাদের যৌনজীবন নিয়ে বেশ উদ্বিগ্ন থাকেন। একটু সচেতন থাকলেই এই উদ্বিগ্নতার কোন কারণ নেই। কিছু কিছু খাবার আছে শরীরের জন্য যেমন ক্ষতিকর তেমনি যৌনজীবনের জন্যে ক্ষতিকর

তেমনই কিছু খাবার হল:

নারীদের জন্য ভায়াগ্রার আদলে“ফোরিয়া”

এবার নারীদের জন্য যৌন উদ্দীপক তেল নিয়ে এল ক্যালিফোর্নিয়ার একটি কোম্পানি। গাঁজার নির্যাস থেকে প্রস্তুত ওই তেল বিশেষভাবে নারীদের জন্যই তৈরি করা হয়েছে।
পুরুষদের ক্ষেত্রে ভায়গ্রা যেমন কাজ করে তেমনি নারীরা ফোরিয়া নামের এই তেল থেকে উপকৃত হবেন বলে জানা গেছে।

জন্মনিরোধক বড়ি সম্বন্ধে কিছু জরুরী তথ্য


জন্মনিরোধক হিসেবে আপনি হয়তো পিল খাচ্ছেন, তাই নিশ্চিন্ত। হঠাৎ দেখলেন, প্রেগন্যান্সি এসে গিয়েছে। এমনটা যে হয় না, তা কিন্তু নয়। আসলে কিছু কিছু কারণে পিলের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, বা পিল কাজ করে না। জন্মনিরোধরক হিসেবে পিল ব্যবহার করলে এই বিষয়গুলি জেনে রাখা উচিত। এই সব ক্ষেত্রে পিল খেতে খেতেও প্রেগন্যান্সি আসতে পারে।

পিল খেতে ভুলে গেলে:
পিল সবচেয়ে বেশি যে কারণে কাজ করে না, তা হল পিল ব্যবহার করতে ভুলে যাওয়া। অনেকেই পিল নিয়মিত ব্যবহার করতে ভুলে যান। এটাই সবচেয়ে বেশি হয়ে থাকে। তাতে সমস্যা হতে পারে। পিল